শান্তি কোথা আছে এযে শ্রান্তির দুনিয়া
ভেসে আছে অন্যায় বিশ্বজগৎ জুড়িয়া।
আখিজুড়ে হাহাকার নিজে কেবল দেখে যাই,
নেই কিছু করবার বসে আছি চুপ তাই।
ধ্বংস হবে যে মনোমুগ্ধকর নশ্বর পৃথিবীর,
তা বুঝি জানা নেই যাদের আজ উচু শীর।
হা হা করে কেবল পৃথিবী জুড়ে হায়,
কত শুনি কুজন ঐ মৃত্যুর মিছিল যায়।
তবু কভু শুনি নি হলো কারো ভয়ে বুঝ,
কেবলি জালিয়াতি ঢাঙা চলে রোজ।
মা'র তান সবে গায় ছাড়ে না যে অন্যায়,
তাই শ্রান্তির মন্দ্র কেবলি শুনা যায়।
দূর হউ দূর হউ বলেছি কত তাহারে,
সর্বত্র অন্যায় থাকে যায় না সে আহারে।
বিশ্বসংসারে শান্তির গান যত শুনিলাম,
মুদ্রার বিপরীত পিঠে লুকায়িত তার দুর্নাম।