কষ্টরা যেন কুহক; অদৃশ্য মায়াজালে
আচ্ছন্ন করে রাখে বিসৃত বোধের অলি গলি;
মুক্তির পথ পায়না বিদগ্ধ মন, ছিঁড়তে পারেনা
তার কুহক জাল।
মহাকালের অনন্ত বিশালতায় অনেক কিছু
বিলীন হয়; শুধু কষ্টেরা জমাট বেঁধে থাকে
বুকের গহীনে, অবলীলায় যখন তখন হানা
দেয় বহমান জীবনের যত্রতত্র, সামনে এগিয়ে
যাবার পথ আগলে ধরে অকারণ;
তার কুপিত কালো ক্ষতে তপ্ত রক্ত ঝরে
আর অসহ্য উত্তাপ ছড়ায়
হৃদয়ের ভাঁজে ভাঁজে।
যাপিত জীবনের কোলাহলে আড়াল করে
সব শান্তি খুঁজে অসহায় প্রাণ, অভিনয় করে
চলে নিজের সাথে, বিবর্ণ অবয়বে ছড়ায়
মলিন হাসি, জীবনের গানে সুর মেলাবার
অহেতুক প্রয়াস শুধু, এ যেন ক্লান্ত, বিষণ্ন দেহমনে
অযাচিত জীবনের দায়ভার
বহন করে চলা।
বুকের নৈঃশব্দ্যে ক্ষণে ক্ষণে তোলপাড় করে
কুৎসিত অবাধ্য কষ্টরা, আঁকড়ে ধরা ছোট ছোট
সুখেরাও শুকিয়ে ঝরে পড়ে যাতনায়, পথ হারায়
স্বপ্নেরা অন্ধকারে, মহা শূন্যতায় খুঁজে ফেরে নক্ষত্রময়
আকাশে আনন্দময় জোছনার ঝলমলে জোয়ার,
ছায়াপথে খুঁজে পালাবার আলোকিত পথ।
অথচ শূন্যতাও ফিরিয়ে দেয় দুঃসহ,
কষ্ট আকীর্ণ দূর্ভেদ্য জীবন খাঁচায়; যেখানে
স্বপ্ন শব ভেসে বেড়ায় চেতনার চারপাশে,
যেখানে সত্য ও সুন্দরের বীভৎস মৃত্যু হয় মিথ্যে
আর অসুন্দরের দুর্বিনীত আস্ফালনে, যেখানে
দহনে দহনে পুড়ে ছাই হয় সুরভিত ফুলেরা
যেখানে বিদ্ধস্ত আত্মার আর্তনাদে
থেমে যায় সুখময় সঙ্গীত।
তবু দয়িত জীবন জেগে থাকে অনাদরে অবহেলায়;
বিষাক্ত সময়ের ভার বহন করে নিরবে আর
জ্বলে জ্বলে বিস্মরণের পথ খুঁজে বেড়ায় বিগত
অপ্রত্যাশিত অপয়া স্মরণের।
“ডিসেম্বর ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ডিসেম্বর, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী