কষ্ট কুহক

কষ্ট (জুন ২০২০)

Hasna Hena
  • ৪৬

কষ্টরা যেন কুহক; অদৃশ্য মায়াজালে
আচ্ছন্ন করে রাখে বিসৃত বোধের অলি গলি;
মুক্তির পথ পায়না বিদগ্ধ মন, ছিঁড়তে পারেনা
তার কুহক জাল।

মহাকালের অনন্ত বিশালতায় অনেক কিছু
বিলীন হয়; শুধু কষ্টেরা জমাট বেঁধে থাকে
বুকের গহীনে, অবলীলায় যখন তখন হানা
দেয় বহমান জীবনের যত্রতত্র, সামনে এগিয়ে
যাবার পথ আগলে ধরে অকারণ;
তার কুপিত কালো ক্ষতে তপ্ত রক্ত ঝরে
আর অসহ্য উত্তাপ ছড়ায়
হৃদয়ের ভাঁজে ভাঁজে।

যাপিত জীবনের কোলাহলে আড়াল করে
সব শান্তি খুঁজে অসহায় প্রাণ, অভিনয় করে
চলে নিজের সাথে, বিবর্ণ অবয়বে ছড়ায়
মলিন হাসি, জীবনের গানে সুর মেলাবার
অহেতুক প্রয়াস শুধু, এ যেন ক্লান্ত, বিষণ্ন দেহমনে
অযাচিত জীবনের দায়ভার
বহন করে চলা।

বুকের নৈঃশব্দ্যে ক্ষণে ক্ষণে তোলপাড় করে
কুৎসিত অবাধ্য কষ্টরা, আঁকড়ে ধরা ছোট ছোট
সুখেরাও শুকিয়ে ঝরে পড়ে যাতনায়, পথ হারায়
স্বপ্নেরা অন্ধকারে, মহা শূন্যতায় খুঁজে ফেরে নক্ষত্রময়
আকাশে আনন্দময় জোছনার ঝলমলে জোয়ার,
ছায়াপথে খুঁজে পালাবার আলোকিত পথ।

অথচ শূন্যতাও ফিরিয়ে দেয় দুঃসহ,
কষ্ট আকীর্ণ দূর্ভেদ্য জীবন খাঁচায়; যেখানে
স্বপ্ন শব ভেসে বেড়ায় চেতনার চারপাশে,
যেখানে সত্য ও সুন্দরের বীভৎস মৃত্যু হয় মিথ্যে
আর অসুন্দরের দুর্বিনীত আস্ফালনে, যেখানে
দহনে দহনে পুড়ে ছাই হয় সুরভিত ফুলেরা
যেখানে বিদ্ধস্ত আত্মার আর্তনাদে
থেমে যায় সুখময় সঙ্গীত।

তবু দয়িত জীবন জেগে থাকে অনাদরে অবহেলায়;
বিষাক্ত সময়ের ভার বহন করে নিরবে আর
জ্বলে জ্বলে বিস্মরণের পথ খুঁজে বেড়ায় বিগত
অপ্রত্যাশিত অপয়া স্মরণের।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk অথচ শূন্যতাও ফিরিয়ে দেয় দুঃসহ, কষ্ট আকীর্ণ দূর্ভেদ্য জীবন খাঁচায়; যেখানে স্বপ্ন শব ভেসে বেড়ায় চেতনার চারপাশে । সুন্দর হয়েছে
bidhan chakraborty আপনার কবিতাটা পড়ে ভালো লাগলো, আমারটাও পড়বার আমন্ত্রন রইলো.
Neerob ভালো হয়েছে৷ আশা করি লেখা চালিয়ে যাবেন।

১৭ এপ্রিল - ২০২০ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪