মানুষ অন্ধকারে অশ্লীল হয়,
তাই বুঝি তুমি অন্ধকার।
যখন তোমাতে মিশে যায়,
মানুষ অন্ধকারে হারিয়ে যায়।
তোমার দুঃশ্চরিত্র চোখের ইশারা,
কালো হাতের ছোয়া,
তোমার কপালে কালো পাথর,
ঠোঁটে চন্দনের সুবাসিত অম্বর,
দু-গালে আপেল কমলা লেবুর স্বাদ
মানুষকে নেশা-তুর করে।
নিয়ে যায় অন্ধকারে, অশ্লীল করে।
ছেড়ে দাও অশ্লীলতা,
মুছে যাবে অন্ধকার,
চলে এসো পোশাকে,
মশাল বাহক হয়ে তুমি, আলো দাও সবে।
মানুষ অন্ধকারে অশ্লীল হয়।
অশ্লীলতার সাথে অন্ধকারের ঘনিষ্ঠ বন্ধুত্ব।
অন্যদিকে,
মানুষ তার নিজের অশ্লীলতার মাধ্যমে অন্যকে প্রভাবিত করে, নিয়ে যায় অন্ধকারে।