হে বসন্ত

স্বাধীনতা (মার্চ ২০২০)

afroza sultana
  • ৩৮
তুমি আসবে বলে ঘরে আলো রাখিনি
চোখে আবির রঙ্গের স্বপ্ন আঁকিনি
ঠোটে বিজলির চমক সাজাইনি
তুমি তুমি আসবে বলে
আমি দু'চোখ অর্ধ ঊর্মিলিত করে
দু'হাত জোড়া করে প্রার্থনা রত
পরম ঈশ্বরের কাছে ধ্যানমগ্ন রূপে বসে আছি
শুধু তোমার জন্য ।
আমার কত আয়োজন জানো,
তুমি আসবে বলে ।
আমার সব সখিদের প্রজাপতি
সুগন্ধি বাহারী ফুল দিয়ে
নতুন সাজে নতুন থাকার আয়োজনে
আরধ্য সুগন্ধে সাজাতে বলেছি
শুধু তোমার জন্য ।
আমি লতা গুল্ম ঢালে বরণ মাল্য দিয়ে
দোদুল দোলানো দোলনা সাজিয়েছি
সব তোমার জন্য.. ।
শুধু তোমার জন্য.. ।
আমি ১৬ রঙ্গের ঢংঙ্গের সুগন্ধি
গিলে মেথি চন্দন, ধুপ হলুদ
মেহেদী, তুলসী আমার অংগে মেখে স্নান করেছি,
সাথে আমার সকল সখিগন
আমার পাশে পাহারায়
শুধু তুমি আসবে বলে হে বসন্ত

শুধু তুমি আসবে ভেবে
আমি কৃষ্ণচুড়া শিমুল রক্তজবা
কে পাতায় পাতায় সজ্জায় নির্ঘুম থাকতে বলেছি
কোকিলকে মিহি সুরে ডাকতে বলেছি
এসো এসো তুমি এসো
আমার সকল বন্ধ জানালা ঘর, খুলে রেখেছি
সকল আঙ্গিনায় অরণ্য দিগন্ত
নতুন সবুজের রঙ্গ মেখে
অপেক্ষায় থাকতে বলেছি
শুধু তুমি আসবে বলে হে বসন্ত
ঐ দিগন্তের বর্ণালী চলচল অস্থির
পাহাড়ী ঝড়নাকে বলেছি
ধীরে ধীরে বহ।।
কেননা আমার বসন্ত আসবে
বসন্ত আসলে তুমি তার
পদ যুগল ধুয়ে দিয় পরম মমতায়
প্রেম আর আধরে,
আর কানে কানে ফিস ফিস করে বলে দিয়
আমার কথা..।
ঐ যে আমি কৃষ্ণচুড়া বনে
পরম প্রার্থনায় ধ্যান মগ্ন হয়ে, অপেক্ষায় আছি
কেবল তুমি আসবে বলে
হে বসন্ত....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আব্দুল মুক্তাদির অসাধারণ। শুভেচ্ছা রইলো
ফয়জুল মহী অনুপম, অতুলনীয় লেখা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পৃথিবীর সকল সুন্দর রং রুপ ...... ত্যাগ করে যোগিনী বেশে অপেক্ষায় আছি এই বসন্তের জন্য ।

১৬ ফেব্রুয়ারী - ২০২০ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫