কতোটা দিন অপেক্ষার পর সময়ের অবসান ঘটবে?
কতোটা রাত কাটানোর পর নির্ঘুমতার পর্ব ঘুচবে?
মনে আছে,সেই রাস্তাটা ধরে অনেকখানি হাটা?
সব নিয়ম ভেঙে দিয়ে সেই কলঙ্কতে রটা!
মনে আছে,সেই ঠোঁটের ছোঁয়ার আকাশচুম্বি সুখ?
সব ক্লান্তি মিটে যেত দেখে সেই আদর মাখা মুখ।
মনে আছে,সেই বেইলি রোডে হিমু রূপার হাঁটা?
তোমার বুকে মুখ লুকিয়ে কতো রাত্রি কাটা!
মনে আছে,সেই পাগলামি দেখে তোমার কতো হাসা?
এই হাসিটার প্রেমে পড়েই 'তুমি'র নেশায় ভাসা!
এই একটাই মন হাহাকার করে তুমিহীনতার ক্ষুধায়,
কার সাধ্যি আছে বলো তা তুমি ছাড়া কেউ মেটায়?