পোশাক কারখানার শ্রমিক
পকেটে থাকেনা বিশ টাকার অধিক,
বায়না ধরেছে অবুঝ শিশু শান্তা
পহেলা বৈশাখে চাই ইলিশ আর পান্তা,
মালিকের কাছে করে বেতনের আবদার
পুলিশ এসে ধরে গর্দান তার,
বেতন চাস এত বড় সাহস
মালিকের সামনেই কথা কস,
জেলে নিয়ে দেয় দু ঘা
মালিকের জড়িয়ে ধরে দু'পা,
পুরো জিবন করবো কাজ
হুজুর আপনিই মহারাজ,
খালি হাতেই বাড়ি ফিরে
শিশুটি আছে শুয়ে ঐ পাশ ফিরে,
না পেয়ে পান্তা আর ইলিশ
অবুঝ শিশুর কান্নায় ভিজে বালিশ,
শিশুর_আবদার এক অর্থনৈতিক ভাবে অসমর্থ মানুষের কাছে পুরন করা কষ্টের আর পুরন করতে না পারাও কষ্টের