চারদিকে অশ্লীলতার ছুরিকাঘাত অথবা
কিছু নিষিদ্ধ অলাতচক্র;
দিন-রাত্রির সন্ধিক্ষণে নিমগ্ন বাহুপাশ
ফোঁটায় রক্তজবা শিরায়-উপশিরায়।
বেঁচে থাকা মানেই ভালো থাকা নয়,
মাঝে মাঝে মরে যেতে হয় নিজের দুয়ারে,
নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াসে
সীমাহীন ভাবনার রোষানলে।
আবরণ ঢেকে ফেলে শরীর, কিন্তু
মন উন্মোচন পৃষ্ঠা উলটে;
অদৃশ্য অক্ষরে শ্লীলতার উল্টোরথ
চলে গেছে গভীর থেকে গভীরে।
বললেই চলে যাওয়া হয় না,
ঘুরপাক খেতে থাকে চোরাবালি নয়নে,
কিছু হারিয়ে ফেলার উল্লাসে
বন্ধ ডেরার অম্লান দুর্ভিক্ষে।
ভিন্নভাবে অশ্লীলতার প্রকাশ