ত্যাগ

স্বাধীনতা (মার্চ ২০২০)

শাওন ইসলাম
  • ৫৭
দুনিয়ায় যতো শ্রেষ্ঠ মানব,
যারা আজ ইতিহাসের পাতা।
লক্ষ করে দেখো ওরে,
ত্যাগেই তাদের জীবন গড়া।

কেউ করেছেন জীবন দান,
দেশ মাতার ও-ই তরে,
তাদের জাতি স্বরন করবে সারাজীবন ধরে,
কেইবা আবার সারাজীবন বিলায়, অন্যের তরে।
মরেও তারা অমর থেকে যায় এ জগৎ সংসারে ।

যদি শত ত্যাগ করেন মমতাময়ী,
তার ছেলে হয়, কালজয়ী,
যদিও হাজারো ত্যাগ করেন বাবা,
কেউ কী তাহার খবর নিবা।
তার প্রতিদান কী বুঝিয়ে দিবা।

পিতা -মাতা সদা এটাই চান,
অমর থাকুক সকল সন্তান।
এতটুকুও চায় শুধু তাদের মন
সুখে থাকুক তাদের কষ্টের ধন।

এক ত্যাগেতে জীবন সাজে,
আর এক ত্যাগ যায় অ কাজে।
এক ত্যাগেতে সুখ যে আসে,
অন্য ত্যাগে বিষাদ আসে।

কৃষাণ -কৃষাণীর শত ত্যাগের ফলে,
সোনালী ফসল মাঠে খেলে।
লাখো শ্রমিকের ত্যাগের ফলে,
বুর্জ খলিফা সেরা হলে।
শীর্ষ ধনী বিল গেটস হলে,
আমরা কেন অন্য দলে?

অলসতা ত্যাগ করলে পরে,
সফলতা আসে আপনি ঘরে।
দুনিয়াতে যতো শীর্ষ ধনী,
দেখো তাহাদের জীবন ঘুরে।
ত্যাগে দ্বারা তারা, তাদের জীবন গড়ে।

আমাদের স্বভাব,
ত্যাগের ভালো ও মন্দ আছে,
নিজের যত মন্দ স্বভাব,।
না থাকিতে দেখাও অভাব,
ত্যাগ করিতে হবে ভাই।

পরের ভুল, ত্রুটিগুল খুঁচিয়ে খুঁচিয়ে জাহির করো,
নিজের ভালো চাইতে হলে, আজই তা বন্ধ করো।
পরনিন্দা, পরহিংসা চরম খারাপ স্বভাব,
একটু ভেবে দেখোনা তুমি তোমার কিসের অভাব।
কেউ যদি আজ, উপরে চড়ে, উন্নয়নের সিড়ি ধরে,
তাদের নিচে নামাতে ভাই, আর পেতোনা ফাদ।
সবাই একটু ত্যাগ করিলে সুন্দর হবে সমাজ।

অন্যের লাগি জীবন বিলনো, মহান ত্যাগ ভাই,
আসুন তবে, মহান কাজটি সবাই করে যাই।
যদু আপনি, আমি হাত বাড়ালে বাঁচে কারো প্রান,
আসুন তবে সেই কাজেরি, ওয়াদা করে যাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Neerob দারুন। আমার পাতায় আমন্ত্রণ।
শাওন ইসলাম ধন্যবাদ হেপ্রিয়
ফয়জুল মহী অনন্যসুলভ উপস্থাপন ,

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার প্রথম দিকে ত্যাগের কিছু ভালো দিক বর্ননা করা হয়েছে।মাঝে আমাদের পিতা মাতার যে নিরাশা হিন ত্যাগ করেন ও তার বিনিময়ে শুধু আমাদের মঙ্গলই চেয়ে যান তা ইঙ্গিত করা হয়েছে।আর শেষে আমাদের কিছু মন্দ স্বভাব ত্যাত করা,ও সবাই মিলে মিশে সাহায্যসহযোগিতা করে থাকার কথা উল্লেখ ও আহবান করা হয়েছ।

১৬ জানুয়ারী - ২০২০ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫