চিঠি পত্রের প্রেম হারিয়ে গেছে কবে ?
প্রেম করতে এখন স্মার্ট ফোন লাগে !
সেকালের প্রেম এখন অনেক পুরাতন ,
ডিজিটাল প্রেম মানে না -
”বাঁধা নিয়ম”!
সেকালে প্রেম ছিলো ভয় ভীতি ,
বর্তমান প্রেমে পায় স্বীকৃতি !
এখন কেউ পিয়নের মাধ্যমে দেয় চিঠি ,
নেয় না প্রিয়তমার খোঁজ !
মুঠো ফোনের মাধ্যমে সকল তর্থ্য -
পেয়ে যায় রোজ !
প্রেমের দরপত্র লিখতে হয় না -
কাউ কে দিয়ে ,
প্রেমের কলাকৌশল সোশ্যাল মেডিয়াতে !
লিখতে হয় না পড়তে হয় না ,
রোবটে শিখায় সব ,
অনলাইনে পাওয়া যায় প্রেমের শিক্ষক !
সেকালের মতো ঝোপঝাড় বাড়ির আশপাশ -
উকি মারে না কেউ ,
মোবাইলের মেমোরিতে প্রিয়তমার ছবির ঢেউ !
দেখা করতে আসে না কেউ -
সকাল সন্ধ্যা রাতে ,,
ভিডিও কলে দুইজন দুই জনকে -
“ সরাসরি দেখতে পারে !
সেকালে প্রেম ছিলো নির্দিষ্ট সীমার মধ্যে ,
ভার্চুয়াল প্রেম উত্তর মেরু হতে দক্ষিণ মেরুতে !
ভার্চুয়াল প্রেম আলোর মতো গতিশীল ,
একজন ছেড়ে অন্যজন ধরতে -
খেতে হয় না হিমসিম !
হাতে হাত রেখে চোখে চোখ ,
সেই দিন নেই !
রুম ডেট এই প্রেমের জরুরী বিশেষ !
মনের চেয়ে দেহ যেখানে মূল কারণ ,
বদলে কি গেছে প্রেমের ব্যাকরণ !
ফেসবুক নাই কিভাবে করবো প্রেম ?
ডিজিটাল যুগে প্রেম কারো কাছে গেম !
ইমো ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে-
প্রেম চলে রাত ভোরে !
ভার্চুয়াল প্রেম আসলে কি মনের তরে ?
বর্তমান প্রেম শেয়ার বাজারের ন্যায় -
উঠা নামা করে ,
একজনের সাথে সম্পর্ক করে -
অন্যজন কে ওয়েটিং রাখে !
ভার্চুয়াল যুগে প্রেম করার আছে শত অ্যাপ ,
প্রেম করে কেউ হয়ে যায় রেপ !
ভার্চুয়াল প্রেমে আছে কত ফন্ধী ?
শিক্ষত মানুষ ছলনার জালে বন্ধী !
হ্যাকিং হ্যাকাদের খপ্পরে ,
মান সম্মান নডবড়ে ,
নিজের প্রাইভেসি শেয়ারে .
মিত্র তখন বৈরী হয়ে উঠে !
প্রেমিকার আপত্তিকর ছবি ,
প্রেমিকের মোবাইলে !
সামান্য মন মালিন্য ,
সেই ছবি সোশ্যাল মেডিয়া ভাইরাল করে !
প্রযুক্তির আর্শীবাদ অপব্যবহার করে ,
কুৎসিত মনের মানুষ দুষ্কর্ম করে ।
হ্যালো হ্যালো কথা কানে কানে ,
চ্যাট মেসেজ চলে রাত দিনে !
নিমিষে দেয়া নেয়া হয়ে যায় মন ,
সব কিছুর মূল কারন মোবাইল ফোন !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ভার্চুয়াল প্রেম এমন এক অদ্ভুত জিনিস ,
কেউ কাউকে প্রপোজ করতে দেরী হয় না !
আর এক জন অন্য জনকে সহজে ব্যাকআপ করতে পারে । দূরের অপরিচিত ব্যাক্তি সহজে আপন হয়ে যায় ।
কেউ কেউ ছলনার আশ্রয় নিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করে ।
২৫ নভেম্বর - ২০১৯
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।