ব্যর্থ জীবন

বন্ধুত্ব (অক্টোবর ২০২১)

Omor Faruk
  • 0
  • ১৪৪
আমার দুঃখ ভরা কান্তি লগ্নে ,
কেউ রইলো না পাশে !
শত যুক্তি দিয়ে যখন পরিবারকে -
বুঝাতে বিফল হই ,
নিদারুন কষ্ট নিয়ে হেসে রই !

নিজের চাওয়া পাওয়া -
ভালো লাগার অনুভূতি ,
সূর্যের কিরণ মেঘ দেয় ঢাকি !
অন্ধকার আচ্ছন্ন মনে ,
অপবাদের বোঝা সই !

স্বাধীনতা নিয়ে যখন স্বপ্ন বুনি ,
পরাধীনতার শিকলে আছড়ে পড়ি !
ভালো বাসার মানুষকে -
যখন কাছে পেতে চাই ,
পরিবার পরিজন বাঁধা হয়ে দাড়ায় !
যেমনি করে পরিষ্কার আকাশে ,
নেমে আসে বৃষ্টি !

আমার এই বিষাদময় জীবন ,
কাউকে বুঝাতে না পারার ব্যর্থতা!
শত কথা শত ব্যাথা চোখ বুঝে রই ,
নিরানন্দ নিরবচ্ছিন্ন অশ্রু অথৈই !
আমি কেবল মানুষ হিসাবে -
তুচ্ছ অতি নগন্য ,
বেঁচে আছি বেঁচে নেই জরাজীর্ণ !

পরিবারের কথা রাখতে গিয়ে ,
শত আঘাত শত ব্যাথা বুকে লই !
আমি তো ডানা বিহীন উড়ন্ত পাখি ,
কোথাও যেতে চাইলে যেতে নাহি পারি !
আমার স্বপ্নের মাঝে আসে শত বাঁধা ,
কিভাবে লড়বো নেই দক্ষতা !
হাত পা শীতল হয়ে নিঃশ্বাস স্তব্ধ ,
স্বার্থের কাছে আমি ভীষণ জব্দ ।

প্রতিবাদের নেই ভাষা দেয় শুধু হুংকার ,
চোখ দিয়ে চেয়ে দেখি মুখ দিয়ে চুপচাপ !
স্বার্থের স্বার্থপরতায় ভালো বাসা বলি ,
যাকে ভালো বাসি কিভাবে ভূলি ।
হারোনের ভয় হয় না পাওয়ার বেদনা ,
যতই কাঁদি কেউ তা বুঝে না !

চিন চিন ব্যাথা বুকে মারে যখন বান ,
তীর যেন ছুঁটে আসে কেড়ে নিবে প্রাণ !
আমার এই ব্যর্থ জীবন স্বার্থের হলি ,
কারো কাছে স্বার্থপর কারো পাঠা বলি ।

আমার সাথে খেলা চলে দিনে দুপুর রাতে ,
কেউ জানতে চায় নি আমার কি লাগে ?
স্বার্থের দুনিয়া ভালো বাসা অসহায় ,
ভালো আছি ভালো নেই -
এই আমার হতাশা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk ধন্যবাদ
ফয়জুল মহী অপূর্ব লেখা , একরাশ শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যখন ভালো বাসার মানুষকে কেউ মেনে নিতে পারে না । নিজের পরিবার আত্মীয় স্বজন ভূল বুঝে দূরে ঠেলে দেয় ।এক সময় ভালো বাসার মানুষটি ভূল বুঝে । নিজের কষ্ট গুলো কাউকে বুঝাতে পারে না । তখন নিজেকে ব্যর্থ মনে হয় !

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪