হ্নদয়ে আজ মেঘ করেছে ,
হাওয় বইছে জোরে ,
একটু পরে বৃষ্টি নামবে ,
আমার দু’চোখ বেয়ে !
কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা ,
জল ছবি আর আকঁবো না ,
জমানো অনেক গল্প ছিলো ,
থাক ! তুমি বুঝবে না !
একলা পথিক জীবন পথে ,
সাথে থাকে নি কেউ !
ঝড় বৃষ্টি চোখে লুকিয়ে ,
বুকে ভেঙ্গেছি সব ঢেউ !
যে সব কথা ভূলে গেলে -
ভালো থাকা যায় !
শ্রাবন তাদের ফিরিয়ে আনে ,
হ্নদয়ের আঙ্গিনায় !
নষ্ট সমাজ নষ্ট সাজ নষ্ট সারাটা দিন !
শ্রাবন কি ভীষণ মায়াদয়াহীন !
মন খারাপ এর বৃষ্টিতে ,
চোখ কেন ভিজতে চায় ,
কাচঁ ভাঙা এ আয়নায় !
তুই ফিরে আয় আমার কল্পনায় !
তুমি ভাবছ মেঘ করেছে ,
বৃষ্টি পড়বে অনেক ক্ষন !
আসলে তো মেঘ করেনি ,
ওটা মন খারাপের বিজ্ঞাপন !
কতটা অভিমান জমিয়েছো বুকে ?
জানি আসবে না আর ফিরে ,
তবুও আজ চাইছি তোমায় ডাকতে !
মনে জমা মেঘ বৃষ্টি ,
আপন হলো এমনিতে !
ঝর ঝর ঝরে জল ,
বিজুলি হানে ,
পবন মাতিছে বনে পাগল গানে ,
আমার পরান পুটে ,
কোন খানে ব্যাথা ফুটে ,
তার কথা জেগে উঠে হ্নদয় কোনে !
আকাশের কালো মেঘে তখন বৃষ্টি নামে ,
হ্নদয়ের অশ্রু ঝরে -
তোমার স্মৃতি মনে !
আকাশের মেঘ গুলো ভাসছে কিনারায় ,
হ্নদয়ের মেঘ গুলো কাঁন্না শুনতে চায় !
নীল আকাশে কালো মেঘে যখন হানা দেয় ,
পুরানো দিনের স্মৃতি গুলো নতুন করে জাগে !
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
প্রকৃতির সৌন্দর্য বৃষ্টির সাথে কষ্টের স্মৃতি গুলো
তুলো ধরা হয়েছে ।
২৫ নভেম্বর - ২০১৯
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫