তোমার সাথে আমার বাক যুদ্ধ হয়েছে বহুবার ,
আমি যতই বার সন্ধি চেয়েছি ,,
তুমি চাইলে রণক্ষেত্র ।
তুমি আমার আকাশ সীমানা লঙ্গণ করেছ বহুবার ,,
তোমার হ্নদয়ে বহন করা মিসাইল,,
আমার হ্নদয়ের ভূ-খন্ডে -
নিখুঁত ভাবে আঘাত করেছে ।
আমার মনের রাড়ারের নিস্তব্ধ কে,
তুমি অপব্যাবহার করেছো !
তোমার ট্যাংক ,কামান,রকেট লঞ্চার ,,
আমার হ্নদয়ের অরণ্য ধ্বংশ করেছে ।
আমি যতই বার সন্ধি চেয়েছি ,,
তুমি চাইলে রণক্ষেত্র ।
তোমার গুপ্তচোর বৃদ্ধি ড্রোন গুলো,,
সফল ভাবে আমার হ্নদয়ের রাড়ার ফাঁকি দিয়েছে ।
তোমার হ্নদয়ের সীমানা ,
আমি যত বার প্রবেশ করার চেষ্টা করেছি,
তত বার তোমার মিসাইলের আঘাতে
- নিজেকে বিধ্বস্ত করেছি ।
আমি যতই বার সন্ধি চেয়েছি ,,
তুমি চাইলে রণক্ষেত্র ।
তোমার হ্নদয়ের নৌবহরে যুক্ত -
ফ্রিগেট ,ডেস্ট্রয়ার ,কর্ভেট, ,সাবমেরিন এয়ারক্রাফট ,,
নৌযুদ্ধে যে কোন সৈনিক অনাসে পরাজয় !
তোমার হন্দয়ের আকাশে উড্ডয়ন টাইফুন, বোম্বার স্টিল জেট ;
আকাশ পথে যে কোন বীরের হ্নদয়ে ভূকম্পন সৃষ্টি করে ।
তোমাকে আকাশ পথে স্থলে পথে নৌ পথে ,,
তোমাকে প্রতিরোধ করার সক্ষমতা আমার নাই ।
তোমার হ্নদয়ের আসনে সংরক্ষিত পরমাণু অস্ত্রে ,,
আমি কখনো পরাজয় ছাড়া –
বিজয় অর্জন করতে পারবো না ।
তোমার রণ কৌশল কূটনৈতিক তৎপরতা -
সুদক্ষ রণবীর ও হার মানতে বাধ্য ।
আমি যতই বার সন্ধি চেয়েছি ,,
তুমি চাইলে রণক্ষেত্র ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এই কবিতায় যাকে ভালো বেসে বিশ্বাস করেছে !
সেই ও তার পরিবার যখন তাকে অবহেলা অপমান করেছে । তাকে অপরাধী বানিয়ে দিয়েছে !
তার সেই কষ্টকে আধুনিক সমর অস্ত্রের সাথে তুলনা করেছে !
২৫ নভেম্বর - ২০১৯
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪