আমার কিছুই করার ছিলো না

একাকীত্ব (জুন ২০২১)

Omor Faruk
  • 0
  • ৫৪৭
যে দিন আমার মামারা ,
তোমাকে লাঞ্চিত করছে ,
সেই দিন আমি অপলক দৃষ্টিতে দেখছিলাম
আমার কিছুই করার ছিলো না ।

বাইরে অঝোর বৃষ্টি ঝর ছিল –
হ্নদয়ের আকাশে কালো মেঘে –
ঘোর অন্ধকার নেমে এসেছে ।
মেঘের ভাজ পড়া শব্দে ,
নিজেই কতবার আতঙ্কিত হয়েছি –

বার বার মনকে বুঝাছি ,
চোখের সামনে যা দেখছি –
তা হয় তো ভূল কিছু দেখছি ।
দু’চোখ বেয়ে নোনা জলে –
নিজেকে সাঁতরেয়েছি ।
আমার ভাল বাসার ফলস –
এই ভাবে দিতে হবে
-জানা ছিলো না ।

তোমার আমার ভাল বাসার সমীকরণ-
কিছুটা ভিন্ন ।
আমার পরিবার থেকে -
না তোমাকে গ্রহণ ,
তোমার পরিবার থেকে-
না আমাকে বরণ ।
তুমি কিশোর -
আমি কিশোরী ,
বয়স আমাদের কম ।
ভালবাসা কি বুঝে ধর্ম বর্ণ জাত ,বেজাত –
বয়সের সমীকরণ ।

তুমি ছিলে আমার সহপাঠী –
আমি ছিলাম তোমার ।
এক দুই তিন চার –
অশ্রু অপার ।

যে দিন তোমার স্পর্শে –
প্রেমের ফুল ফুটেছে ।
সেই গুলো আজ মরে মর্ম হয়ে গেছে ।
তোমার দৃষ্টিতে আমি অভিমান –
আমার দৃষ্টিতে তুমি ।
আর কি হবে না কথা –
হবে না দেখা দেখি ।

তুমি চাইলে অনেক কিছু করতে পারো !
আমি চাইলে কেবল শূণ্য !
তুমি থাকে ভিন দেশে –
আমি থাকি দেশে ,
বড়ই ভূল করেছি -
তোমায় ভাল বেসে ।

অনেক দিন অনেক মাস ,
রাখো না আমার খোঁজ –
শূণ্য হ্নদয় ভীষন্ন মনে
পড়ে আছি রোজ ।

তোমার অবহেলা অভিমান
আজ ও আমাকে তাড়া করে বেড়ায় !
মা বাবার কথা রাখতে গিয়ে যে অভিনয় করেছি ,
হ্নদয়ের গহীনে ক্ষত বিক্ষত করেছে ।
পেলে আসা দিন গুলো মনে পড়লে ,
দুই চোখ বেয়ে অশ্রু নেমে আসে !
তোমার অবহলো আমাকে ভূল বুঝে চলে যাওয়া ,
সেই স্মৃতি গুলো আজও ভীষণ কাঁদায় ।

যে দিন আমার মামারা ,
তোমাকে লাঞ্চিত করছে ,
সেই দিন আমি অপলক দৃষ্টিতে দেখছিলাম
আমার কিছুই করার ছিলো না ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra অল্প কথায় প্রকাশভঙ্গি থাকা বাঞ্ছনীয়। তবে সুন্দর লিখেছেন।
আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ । বাস্তব ঘটনা নিয়ে লেখেছি তো বুঝতে পারি নাই

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতায় কিশোর বয়সী এক মেয়ের ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে । সেই তার কিশোর বয়সে সহপাঠীর প্রেমে পড়ে যায় । এক সময় তাদের পরিবার তাদের এই ভালোবাসাকে মেনে নেয় না । পরে মেয়েটি তার মা বাবার কথা রাখতে গিয়ে , যে অভিনয় করেছে । সেই জন্য তার অনুসূচনা হয় ।ছেলেটির ভূল বুঝাবুঝি তাকে আজীবন কাঁদায় ।

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী