এই কেমন মা !
যে, কিনা সন্তানকে কোলে নেয় না ,
খাওয়া না বুকের দুধ,
কাজের মেয়ে রেখে পেতে চায় সুখ !
সন্তানের বদৌলোতে কুকুর থাকে কোলে,
তাকে আবার কিভাবে মা বলে ?
এই কেমন মা ?
যে কি না নিজের সুখের কথা ভাবে,
স্বামীকে রেখে পর পুরুষের হাত ধরে ।
এই কেমন মা ?
যে কি না টাকার কাছে বিলিন,
সন্তান রাজি না হলে মুখ থাকে মলিন ।
এই কেমন মা ?
যে কি না টাকার কাছে বিক্রি হয় ,
মেয়েকে তুলে দেয় দালালের হাতে ।
”মা” জাতিকে খাটো করে মুসকি মুসকি হাসে !
এই কেমন মা ?
সন্তানের দুঃখ বুঝে না,
এই কেমন মা ?
টাকা ছাড়া কিছুই চায় না !
এই কেমন মা ?
সন্তানের দোষ ছাড়া কিছুই খুঁজে না ।
এই কেমন মা ?
সন্তানকে ভালে বাসতে জানে না ,
এই কেমন মা ?
স্বার্থ ছাডা কিছুই চিনে না !
এই কেমন মা ?
সন্তানকে ঘরের ভিতর আটক রাখে,
এই কেমন মা ?
সন্তানকে জোর করে বিয়ে দেয় ।
এই কেমন মা ?
সন্তানের মাঝে ভেদাভেদ করে ।
এই কেমন মা ?
সতীনের ছেলেদের পর ভাবে !
এই কেমন মা ?
পিতার কাছে সন্তানের নালিশ করে !
এই কেমন মা ?
বিনা দোষে সন্তানকে শাসন করে ।
এই কেমন মা ?
মেয়েকে অপকর্মে লাগিয়ে দেয় !
এই কেমন মা ?
প্রতিবাদ করলে কলঙ্ক চাপিয়ে দেয় ।
এই কেমন মা ?
মেয়ের পিঁছে ছেলেদের লেলিয়ে দেয় ।
এই কেমন মা ?
নিজের দোষ সন্তানের ঘাড়ে চাপিয়ে দেয় ।
এই কেমন মা ?
মনের ভিতর লোভ হিংসা ছাড়া কিছুই থাকে না ।
এই কেমন মা ?
ভালো মন্দ কিছুই খুঁজে না ।
এই কেমন মা ?
সন্তানের জন্য মন কাঁদে না,
এই কেমন মা ?
কোন কিছুর ধার ধারে না ।
এই কেমন মা ?
সন্তানকে লেখা পড়া করতে দেয় না ।
এই কেমন মা ?
সন্তানের মুখে অন্ন তুলে না ।
এই কেমন মা ?
সন্তানকে ক্ষমা করে না ,
এই কেমন মা ?
কোরআন হাদিস কিছুই জানে না ।
এই কেমন মা ?
সন্তান বিক্রি করে;
এই কেমন মা ?
সুখে থাকার দিন গুনে ।
মুখ খোলো কথা বলো,
জাগিয়ে তুলো দাবানল ।
অপরাধীর পরিচয় অপরাধী
হোক না সেই -
যেই।
বিজ্ঞানের দুনিয়া একা নয় তুমি,
প্রযুক্তিকে কাজে লাগিয়ে ,
হয়ে ওঠো বলিয়ান ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
নিঃসন্দেহে যার - ” মা ” তার কাছে সম্মানিত !
তবুও মা জাতি বিভিন্ন সময় বিভিন্ন কারনে প্রশ্ন বিদ্ধ ।
মা কেবল নিজ সন্তানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না !
তাকে নিজের সন্তানের পাশাপাশি তার আশে পাশে তার সন্তানের মতো যারা আছে ,
তাদের কাছে ও সম্মানিত হতে হবে ।
নিজ সন্তানের মতামতের উপর গুরুত্ব দিতে হবে !
তাকে সময়ের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে ।
নিজের স্বার্থ খুজঁতে গিয়ে পরিবার বা সমাজের কাছে
দায়িত্বহীনতা হলে চলবে না !
তাহলে “ মা’ কখনো নিজ সন্তানের কাছে প্রশ্ন বিদ্ধ হবে না ।
২৫ নভেম্বর - ২০১৯
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।