যে দিন তোমাকে দেখেছি ,,
সেই দিন তোমার মাঝে কি যে পেয়েছি ,,
সেই কথা বিধাতা ভালো জানেন !
হ্নদয়ের কল্পনায় হারিয়েছি বহুবার !
মনের অজান্তে তোমার প্রতিচ্ছবি-
অংকন করার চেষ্টা করেছি !
তোমাকে দেখেছি জ্যোস্নার আলোতে ,,
খুঁজেছি তাঁরার মেলায় ,,
হ্নদয়ের গহিনে-
র্নিঝুম আধারে ,,
কথা বলেছি -ছায়া মূর্তির সাথে ।
হ্নদয়ের সমস্ত কল্পনা দূর করে-
যখন সামনে এলে !
বাংলার নব বধু বেশে -
দুই হাতে রেশমী চুড়ি !
পরনে বৈশাখের শাড়ি ,,
কপালে কালো টিপ-
বাকানো আইভ্রু ,,
ঠোঁট দুটি যেন-
গোলাপের পাপড়ির মত রুপ ধারণ করেছে ।
মেহেদী রাঙানো হাতে ,,
চরণ দুটি আলতা রাঙানো ,,
যে কোন যুবকের শিহরণ জাগানো ,,
যেন কোন শিল্পী-
তার হ্নদয়ের সমস্ত রং দিয়ে সাঁজিয়েছে ।
কখন যে তোমাকে ভাল লেগে যায় -
সেটা ঈশ্বর ভালো জানেন ।
কিছু দিন পর জানতে পারলাম ,,
তুমি আমাদের কলেজে পড় ।
ব্যাস হ্নদয়ের কারাগারে বন্ধি করে নিলাম ।
তোমার সাথে আমার বন্ধুত্ব হলো -
শুরু হলো নতুন দিগন্তের পথ চলা ।
ঠিক যেন একটি মুদ্রার দুটি পিঠ ।
কারনে অকারনে ছুঁটে যেতাম তোর কাছে -
পু্ষ্পময় মুখ এক পলক দেখার জন্য ।
নির্ঘুম কাটিয়েছি রজনী ।
মনের ডাইরিটা সমপ্ত করেছি বহু আগে ।
কত গল্প কবিতা শুনিয়েছি তোকে
-এলো মেলো কিছু শব্দ রয়ে গেছে-
দৃষ্টির অগচোরে !
শুধু বলতে পারি নাই ভাল বাসি ।
কিভাবে বলবো -
মনের কারাগারে বন্ধি শব্দ গুলো-
কিছুতেই বের হতে চায় না ।
কয়েক মাস পার --
যখন জানতে পারলাম ।
তুই কাউকে ভাল বাসিছ ,,
ঠিক সেই মহূর্তে -
হ্নদয়টা ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে ।
মনে হচ্ছে কোন ভিন গ্রহে চলে এসেছি ।
তুই তখন আমাকে সেই ছেলের সাথে পরিচয় করিয়ে দিলি ।
নয়ন সাগর শুকিয়ে চৈত্রের মরুভূমি -
আজ ও সেই শব্দ গুলো বিচরণ করতেছে ,,
না বলতে পারা কথা গুলো-
হ্নদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে ,,
আজীবন তা ভূলবার নয় ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এই কবিতায় এক তরফ ভাবে ভালো বাসার কথা বলা হয়েছে ।
তার এই ভালো লাগা - ভালো বাসার কথা না বলতে পারার জন্য
মনের গভীরে যে ব্যাথা সৃষ্টি হয়েছে সেটা প্রকাশ করা হয়েছে ।
২৫ নভেম্বর - ২০১৯
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫