আজ তোমার জন্ম দিন

প্রত্যাশা (আগষ্ট ২০২০)

Omor Faruk
  • ৬৯
আজ তোমার জন্ম দিন ,,
আকাশে ছিল রংধনু ,,
পাখিদের কিচির মিছির শব্দ ,,
প্রকৃতির অপরুপ সেজে ,,
রহ্যসের হাত ছানি দিয়ে তোমাকে ডাকছে !
আত্মীয় স্বজনদের এক মুঠো হাসি নিয়ে ,
তুমি এসেছিলে ।
আজ তোমার জন্ম দিন !
আজ রাখা হবে ,,
এক নবজাতকের নাম ,,
পৃথিবী জানবে এক নতুন ইতিহাস ,,
দেখাবে নতুন কিছু ,,
বিবর্তনের ছোঁয়া মানব সমাজে ,,
আজ তোমার জন্ম দিন !
তুমি হবে জ্ঞানী গুনি ,,
হয় তো বিজ্ঞানী ,,
আইনস্টান,নিউটন,আলভা এডিসন, র্চাজ ব্যাভেজ, ব্রাউন -
আজ তোমার জন্ম দিন ।
তুমি ঘটাবে সমাজিক বিপ্লব-
রবিন্দ্র,নজরুল,আব্রাহাম লিংকন ,কার্ল মার্ক,লেনিন-
শান্তির দূত আসবে নেমে নর দোর
আজ তোমার জন্ম দিন ।
কুসংষ্কারের প্রদীব তুমি বিদ্যাসাগার ,রামমোহন রায় -
দূর হবে অন্ধকার অজ্ঞতা সমাজ পাবে আশার আলো ,,
আজ তোমার জন্ম দিন ।
শুনাবে র্ধমের বাণী ,,
বৌদ্ধ,যিশু, মোহাম্মদ-
শুধরাবে মানব জাতী
আলো ছড়াবে এই ধরনীর বুকে !
আজ তোমার জন্ম দিন ।
তুমি হবে মহাবীর প্রলয়কারী,
খালিদ, ওমর ;হামজা, আলি ।
জালিমরা আতষ্কিত ,,
মজলুমের মুখে হাসি রাশি রাশি ,,
আজ তোমার জন্ম দিন ! !
মানবতা সমাজ সেবা নাগরিক দায়িত্ব ,,
নিয়ে নেবে তোমার ঘাড়ে ,,
আজ তোমার জন্ম দিন !
তুমি লিখবে গল্প কবিতা ছড়া উপন্যাস ,,
নজরুল ,রবিন্দ্রনাথ,জীবনানন্দ -শেক্সপিয়াস
মনের অজান্তে রংধনুর খেলা ।
আজ তোমার জন্ম দিন !!
তুমি হবে অকুতো বীর দূরসাহসী ,
তীতুমীরের বাঁশের কেল্লা
উড়াবে বিজয়ের নিশান –
যে নাবিক হারিয়েছে দিশা !
তুমি হবে মানব সেবা নিয়োজিত মাদার তেরেসা ,
তুমি হবে নারী শিক্ষার নক্ষত্র বেগম রোকেয়া ।
তুমি হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের-
বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা ভাসানী ।
নিপীডিত মজলুম অসহায় অভাবী ,,
তোমার পানে চেয়ে আছে ,,
ধরনীর সব বোঝা তোমার কাধে ,,
আজ তোমার জন্ম দিন
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ফয়জুল মহী মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পৃথিবীতে কাজী নজরুল ,রবিন্দ্রনাথ ঠাকুর ,ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগার,রাজা রাম মোহন রায়,খালিদ ইবনে ওমর ,আলি ,হামজা,
মাওলানা ভাসানী,মাদার তেরেসা,বেগম রোকেয়া,তিতুমীর, আইনস্টাইন ,নিউটন আলভা এডিসন এদের জন্ম একবার হয় ।
আর এরা এসে পৃথিবীতে এমন কিছু কাজ করে গেছে ,
যা বিশ্ববাসি কখনো ভূলতে পারবে না ,তাদের মূল লক্ষ ছিলো মানব জাতির উপকার করা । তারাই অন্ধকার পৃথিবীতে আলোর প্রদীপ জ্বলেছে । তারা মানব সেবার এই সব উপকার করতে গিয়ে অনেকে নানান ভাবে নির্যাতনের শিকার হয়েছে ,কারাবাস করেছে মৃত্যু বরন করেছে । তাদের এই আত্মত্যাগ কখনো ভূলার নয় ।
কবি এখনো সেই ছোট্ট শিশুর মাঝে সেই সব মহা পুরুষদের খুজে বেড়ায় । যারা সব সময় অন্যের উপকারে মগ্ন থাকতো ।

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪