ধর্ষণ

অশ্লীল (এপ্রিল ২০২০)

Omor Faruk
  • ৫০
গোলাপের মহীরুহ পুষ্প কলি ;;
শত বিঙ্গের কল্লোল ।

গগনের সুধাকর সৃষ্টার দান ,
তাকে ছাড়া জগৎ জননী অকল্যাণ ।

হে নর পশু-হায়নার দল ,
কার বাডিয়েছো হস্তদ্বয় ,,
কোথায় তোমার ললাটে ।

কাকে করতে অপমান ,,
মহান আল্লাহ বাড়িয়েছে যার সম্মান ।

যাকে উপভোগ করার জন্য ফন্দি ফিকির ,
সেই তো হতে পারতো তোমার মা ।

যাকে নিয়ে হিংস শুকনের খেলায় মেতে উঠেছো ,,
সেই তো হতে পারতো তোমারি বোন ।

টাকার বিনিময়ে যাকে দালালের হাতে তুলে দিলে ,
সেই তো হতে পারতো তোমারি মেয়ে ।

যে রমণীদের নিয়ে রংধনু খেলায় মেতে উঠেছো ,,
তারা তো তোমাদেরই আত্মীয় স্বজন ।

হে নর পশু-হায়নার দল ,
কার দিকে বাডিয়েছো হস্তদ্বয় ,,
কোথায় তোমার ললাটে ।

যে,মেয়ের সম্ভ্রম লুন্ঠণে এতো কায়দা,
সেই মায়ের সম্ভ্রম দিয়ে তোরেই ভূমিষ্ঠ ।

যে মায়ের ইজ্জতের জন্য সহস্র ছেলে দিয়েছে প্রাণ ,
তোর কাছে সেই মায়ের ইজ্জতের কি দাম ।

কাকে করতেছো তো উক্তোক্ত ,,
সেই কি তোকে করতেছে বিরক্ত ।

যার দিকে ধর্ষণের হাত বাড়িয়েছো ,,
একবার তার পুষ্প ময় মুখটি দেখ ,,
কোন অপরাধের চিহ্ন আছে কি না ?

তোর স্বজনদের ছবি ভাসে কিনা ?
হে নর পশু-হায়নার দল ,
কার দিকে বাডিয়েছো হস্তদ্বয় ,,
কোথায় তোমার ললাটে ।

ওরে নর-পশু হায়নার দল ,,
যাকে ধর্ষণ করলি ক্ষনিকের মোহে,,
গুম করলি নিজের অপরাধ ঢাকবী বলে ,,
নিজেকে বলিছ মহাসাধু গুণীজন প্রীতি ,,
ধরণীর বুকে আকঁলি কলংকের স্মৃতি ।

সৃষ্টা কি তার সৃষ্টিকে তুলে দিয়েছে তোর হাতে ,,
কেউ জানবে না -কেউ বলবে না মুখের উপর কথা ,,
তোর মতো কত পশু এই ধরায় এসে ,,
অহংকার আর দাম্বিকতার গহ্ববে তলিয়েছে ।

তোর ও পতন হবে সময়ের অপেক্ষা ,,
হাকীমের ঐ কাঠ গড়ায় বাঁচার উপায় নাই ।

হে নর পশু-হায়নার দল ,
কার দিকে বাডিয়েছো হস্তদ্বয় ,,
কোথায় তোমার ললাটে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk ধন্যবাদ
ফয়জুল মহী সুচিন্তিত মনোভাবের প্রকাশ,

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এখানে নারীদের প্রতি পুরুষদের বিকৃত মস্তিষ্কের ধারণা তুলে ধরা হয়েছে । আমরা অন্য জনের মা,বোনদের নিয়ে আজে বাজে মন্তব্য করি ’ অথচ নিজের মা ,বোনদের কথা বুলে যাই । আপনি যেমন অন্য জনের মা-বোন নিয়ে নগ্ন চিন্ত মগ্ন । ঠিক তেমনি আপনার মা-বোনকে নিয়ে অন্যজন নগ্ন চিন্ত মগ্ন

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪