সেই কি ছিল মোর অপরাধ

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

Omor Faruk
  • ১২
  • ৭৯
তোমার অশ্রু সিদ্ধ নোনা জলে বিশ্বাস করেছি ,
সেই কি ছিল মোর অপরাধ ।
বিশ্বাস করেছি প্রতিটি শব্দের সমষ্টি ,,
কলংকের কালি মেখে হ্নদয়ে আসন দিয়েছি ,
বিনিময়ে শুধু সন্ধি চেয়েছি ।
দুত হয়ে শুণীয়েছি সত্যের বাণী ,
জ্যৌতি হয়ে দেখেয়েছি পথ ।
সেই কি মোর অপরাধ ।
সহস্র বাধা ফেরিয়ে তোমার পাশে থেকেছি ,
নির্ঘুম আঁধারে পাড়ি দিয়েছি পথ ।
শুনেছি প্রীতিজনদের বঞ্চনা ,
শুধু তোমার জন্য ,
সেই কি মোর অপরাধ ।
তোমার ঐ বাল্য সুলভ দৃষ্টি ভঙ্গি ,,
আমাকে আরো মোহনীয় করে তুলেছে ।
তোমার হ্নদয়ের কঠিন দাবানলে ,,
তুষার বৃষ্টিপাত ঢেলেছি ।
কিন্তু তুমি আমার সাথে নর ঘাতকের পরিচয় দিলে ।
তোমার ফণাধরা শব্দ সমষ্টি ,
আমার হ্নদয়ের গহিনে বিষ্ফরিত করেছে,
সেই বিষের জ্বালা সমস্ত শরীর চেয়ে গেছে ।
তোমাকে বিশ্বাস করেছি বলে
সেই কি ছিল মোর অপরাধ ।
আমি তোমাকে ত্রিশালয়ের দেবী বেভেছিলাম,
কিন্তু তুমি মরতের রাক্ষুসী হয়ে ধরা দিলে ।
তোমার হিংসাত্মক আক্রমণ ,
আমাকে অনুশুশনার অনলে তিলে তিলে খাচ্ছে ।
প্রীতির বদলতে স্বয়ং পিষাস হলে ,
জীবনের সব চেয়ে বড় ভূল ,,
তোমাকে বিশ্বাস করেছি বলে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk ভালবেসে কারো সাথে বন্ধুত্ব করতে গেলে বন্ধুর পরির্বতে শত্রু পরিনত হয় ।
ফয়সল সৈয়দ ভালো লাগার মতো একটি কবিতা। ভালো থাকবেন কবি।
আপনাকে অনেক ধন্যবাদ
আশা সুন্দর কথামালা। তবে বানানে আরো যত্নশীল হলে ভালো হতো। তাড়াহুড়ো না করে একটু সময় নিলে ভালো করতে পারবেন। শুভকামনা জানাই।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতাটি পড়তে গিয়ে নজরুলের জনপ্রিয় একটি লেখার কথা মনে পড়ে গেছে৷ তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ____। অনেক ভালো লেগেছে। শুভ কামনা ও ভোট রইল।।
সুশোভন সাহা দয়া করে আমার কবিতাটিও পড়ুন ও ভোট করুন। আপনার জন‍্য আমার তরফ থেকে র‌ইল সদা-সাফল‍্যের শুভকামনা ও ভোট। শুভেচ্ছা অফুরান।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর কবিতা। আমার পাতায় আমন্ত্রণ
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেমের কবিতা

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫