জলের বিপরীত

বৃষ্টি ও প্রেম (অক্টোবর ২০২২)

Naeem Ariyan
  • ৮৯
শুনলাম ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে,
একদম কাকভেজা ঝুম বৃষ্টি।
একটু আগে মেঘেরা বলে গেলো কানে কানে।
খবরটা শুনেই আমি ব্যাকুল হয়ে উঠলাম।
তোমার ওদিকে এমন তুমুল বৃষ্টি
অথচ আমার এখানে খাঁ খাঁ করা কি রোদ।
ঠিক তৃষ্ণার্ত বুকের ভেতরটার মতন।
অবশ্য আমরা বরাবরই বিপরীত,
বিপরীত আমাদের আবহাওয়া ও।

জানতাম তুমি বৃষ্টি পছন্দ করো খুব,
বর্ষা তোমার প্রিয় ঋতু।
তুমি ভালোবাসো বৃষ্টির রিনঝিন শব্দ,
কালো মেঘ– মেঘের গর্জন।
মেঘলা আকাশের দৃশ্যটা তোমার খুব প্রিয়।
বৃষ্টি আসলেই নাকি তোমার মনটা আনন্দে নেচে উঠে।
তুমি গেয়ে উঠো বর্ষার গান, বৃষ্টির গান,
তোমার গলায় উঠে আসে অনন্ত সুর।
তুমি ভিজো বৃষ্টিতে,
ভিজাও তোমার  হাত, পা, চুল– তোমার মন।

তোমাকে ছুঁয়ে দেয়া প্রতিটি বৃষ্টি ফোঁটাকে
তুমি মায়াভরে মাখো তোমার শরীরে।
তোমার স্পর্শে বৃষ্টিও যেন প্রাণ পেয়ে উঠে।
অথচ আমি পাই নি এমন স্পর্শ।
তোমার কাছে বৃষ্টিরাই বুঝি বেশী দামী!
তাই তো বর্ষা আমার প্রিয় না, বৃষ্টি আমার পছন্দের না।
বৃষ্টি আসলেই আমি হাহাকার করি
তোমার শূন্যতায়– কিছুটা ঈর্ষায়, কিছুটা হিংসায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) সুন্দর উপস্থাপন। ভালোলাগা রইলো।
মাসুম পান্থ চমৎকার খুব ভালো লাগল প্রিয়
ফয়জুল মহী অনন্য ঊপমা দিয়ে কবিতার অসাধারণ ভাবনার কথাকলি শুভেচ্ছা নিরন্তর সুপ্রিয়

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বৃষ্টি প্রকৃতির এক অনিন্দ্য সুন্দর উপাদান। বৃষ্টির সাথে আমাদের রয়েছে এক গভীর সম্পর্ক। বৃষ্টি আমাদের মধ্যে প্রেম জাগায়, ভালোবাসা জাগায়, প্রিয় মানুষকে ভাবতে শিখায়। বৃষ্টি এলেই মন ছুটে যায় প্রিয় মানুষের টানে, প্রিয় মানুষের স্মৃতির টানে।

০৩ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫