অধরা মানুষ

ভয় (সেপ্টেম্বর ২০২২)

Naeem Ariyan
  • ৩২
তোমার ভাঙা চুড়ি রেখে দিও খুব গোপনে,
এক বিকেলে হঠাৎ করে পড়তে পারে মনে।
তখন আমায় পাবে কোথায় তোমার পাশে?
চুড়িখানা দেখলে যেন তোমার মুখটা হাসে।

তোমার নিজস্ব কথাগুলো লিখো ডায়েরিতে,
খুব সহজে না পারলেও লিখো কাঁপা হাতে।
কালো বা রঙিন কলমে যেমন তোমার খুশি,
একটা পাতা আমার জন্য, চাইনা এর বেশী।
মন চাইলে একটা পাতা আমায় ছিঁড়ে দিও,
চিঠির মতো উপরে লিখো- হে আমার প্রিয়।

যত্ন করে রেখো তোমার একটি সেফটি পিন,
সেটি দেখে পেরুক তোমার অলসমাখা দিন।
সে দিনটা কাটুক তোমার তীব্র সুখের ব্যথায়,
নির্বাসিত একটা মানুষের যেভাবে দিন যায়।
মন খারাপে বৃষ্টি হলে আকাশে চোখ ফেলো,
একটি চিল যেমন উড়ে তেমনি ডানা মেলো।

তোমার ভেজা চুলে যখন ঝরে মাতাল ঘ্রাণ,
প্রিয় গানের ছন্দে যখন নাচে তোমার প্রাণ।
চুলের গন্ধে সুরের ছন্দে আমায় তখন রেখো,
নখ পালিশের গাঢ় রঙে আমায় একটু মেখো।
আমার ছোঁয়া লেগে থাকুক তোমার আঁচলে,
হোঁচট খেয়ে পড়বে যখন আমি ধরবো বলে।

মাঝরাতে ঘুম ভাঙলে কেঁপে উঠো না ভয়ে,
অন্ধকারে বাজবো আমি পায়ের নুপুর হয়ে।
কথার ছলে তোমার চোখে ঘুম এঁকে দেবো,
ঘুমের ফাঁকে পড়ছে মনে আমি বুঝে নেবো।
ছায়া হবো, মায়া হবো, তোমার প্রতিটি ক্ষণের,
দূরে থাকা মানেই নয় যে, মানুষটাও দূরের।

একটা জীবন একটা মানুষ একটা গাঢ় ছাপ,
আশেপাশে না থেকেও হয় অদৃশ্য দূরালাপ।
বিষাদ ভরা ব্যথার খামে কেউ তবু যায় রয়ে,
তাই অধরা মানুষ আমি থাকবো স্মৃতি হয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) ছন্দে ছন্দে আবেগের গন্ধে হয়ে গেলাম মাতাল। খুব ভালো লাগলো। ❤️
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০২২
ভালোবাসা❤❤
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০২২
শাহীদ সহজ সরল প্রাঞ্জল ভাষায় ছোট ছোট হৃদয় ছোঁয়া আবেগের গাঁথা মালা সুন্দর। কিন্ত আরও চমৎকার হতে পারতো। তবুও প্রশংসার দাবিদার। ধন্যবাদ।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০২২
ধন্যবাদ..❤❤
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০২২
ফয়জুল মহী অনন‍্য সৃজন, বেশ ভালো লাগলো
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২২
ভালোবাসা❤❤
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০২২

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমাদের সবার জীবনে কেউ একজন রয়ে যায় যাকে আমরা দূর থেকেই শুধু অনুভব করি। আর এর ফলে আমাদের হৃদয়ের গহীনে এক গভীর শূন্যতার অনুভূতি তৈরি হয়। অধরা মানুষ তেমনই একটি কবিতা যেখানে একজন প্রেমিকের হৃদয়ের না-বলা কথাগুলো প্রকাশ পেয়েছে।

০৩ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪