সঞ্চিত বিষাদ

অভিমান (এপ্রিল ২০২১)

Naeem Ariyan
  • 0
  • ৫২
তোমার চলে যাওয়ার খবর শুনে
আকাশে বসলো মেঘেদের জরুরী আসর।
তারা ঠিক করলো, সারাদিন— সারারাত
বৃষ্টি হয়ে ঝরবে তুমুল বর্ষণে,
যাতে তুমি এগোতে না পারো এক কদমও।
তুমি চলে যাবে তা কেমন করে হয়!

এই যে এই রাতের শুকনো আকাশ
বাতাসে ঝিরঝির বয়ে চলা করুণ সুর,
নদীর অবিরাম ঢেউ– জলের টলমল শব্দ,
শিশিরের শীতল স্পর্শ, ভোরের কাঁচা রোদ,
পাখির শূন্য পালক– এ সব তোমার জন্য।
তুমি সব ছেড়ে চলে যাবে তা কেমন করে হয়!

আমার এই দুটি হাত তোমার জন্য,
দু হাতে কুড়ানো বেলী ফুল, ফুলের গন্ধ–
বিকেলের শেষ ভাগে তোমার খোঁপায়
গুঁজে দেওয়া কাঠগোলাপ–
কাঠগোলাপের প্রগাঢ় মায়া— তোমার জন্য।
এই যে এই আধ-ভাঙা নীল শাড়ী,
শাড়ীর রঙের সাথে মিলিয়ে কেনা চুড়ি
চোখের কাজল– আমার চেয়ে থাকা–
এই সব তোমার জন্য।
তুমি এসব নিবে না তা কেমন করে হয়!

এই যে এই ভীষণ অভিমান,
অভিমানে পুড়ে যাওয়া চোখ– নীল দুঃখ,
দরজায় অবহেলার ঠকঠক শব্দ,
কানের কাছে ফিসফিস করা বিষাক্ত ঘৃণা
ভুলে যাও– ভুলে যাও এ সব গ্লানি, ব্যথা, ক্রোধ।
ভালোবাসলে সব ভুলে যেতে হয় অবলীলায়।
চলে যাওয়া কোন সহজ সমাধান নয়।
যে ভালোবাসে– সে চলে যায় না,
বুকে প্লাবন নিয়েও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে।
অথচ তুমি চলে যাবে– তা কেমন করে হয়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra সুন্দর লিখেছেন্
ফয়জুল মহী সুশ্রুতিমধুর ও সুশীল ভাবধারায় সুনির্মিত ।

০৩ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫