আমার এই বাংলা

বাংলাদেশ (ডিসেম্বর ২০১৯)

Naeem Ariyan
  • 0
  • ৪৩
যতদূর যায় আমার এই দুটি চোখ- আমি শুধু দেখি
স্তরে স্তরে সাজানো মেঘ; অনন্ত নীল মুক্ত আকাশ,
অদৃশ্য ডানায় চড়ে যে মেঘ দূরে সরে যায়; আমি ডাকি
তারে ক্রমাগত, বাতাসে ভাসে রোদ্রের ঘন নিঃশ্বাস।
নিত্য আকাশের বুকে ডানা মেলে উড়ে শালিক, শঙ্খচিল,
দোয়েল, ময়না, শ্যামা; আরো উড়ে যায় নিঃসঙ্গ কোকিল।

আমি দেখি শুধু; সারাদিন- সারারাত; নির্জনে তাদের গান শুনি,
তাদের পাখনার তাজা ঘ্রাণ নাকে আসে, আঁধার শেষে
ভোরের স্নিগ্ধতা দেখি; যখন একটুখানি- একটুখানি
করে ঘাসের 'পরে ঝরে নীল কুয়াশা; হৃদয়ে আনন্দ আসে
তখন; হেমন্তের হলুদ ফসল শুয়ে থাকে নীরব মাঠে,
ধানসিঁড়ির তীরে নিশ্চুপ পদ্মপাতা বাতাসের ঢেউয়ে দুলে উঠে।

আমি দেখি এইসব; আমার এই বাংলার স্যাঁতস্যাঁতে মাটি
আমি ছুঁয়ে দেখি; ঘন নিঃশ্বাস নেই চোখ-মুখ, প্রাণ ভরে,
হাতের মুঠোয় শিউলির গন্ধ মাখি, স্নিগ্ধ শীতল পাটি
বিছিয়ে বসে রই হিজলের ছায়ার নিচে, কোমল স্বরে
ডেকে যায় চঞ্চলে ছোট্ট পাখিটি; আমি শুনি কেবল,
আমি বিমুগ্ধ হয়ে রই- দেখে এই বাংলার রুপ সজল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান স্বাগতম গল্প কবিতায়। কবিতার বুনন অনেক ভাল হয়েছে। শুভ কামনা রইল।
MD. MOHIDUR RAHMAN লেখা চালিয়ে যাবেন আশাকরি.

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

গল্প কবিতার এবারের বিষয় ঠিক করা হয়েছে 'বাংলাদেশ।' তার সাথে সামঞ্জস্য রেখে আমার লেখা একটি কবিতা 'আমার এই বাংলা' এখানে পেশ করলাম। আমার এই কবিতাটি বাংলাদেশকে নিয়ে। আমার এই বাংলা রুপ প্রকৃতির দিক দিয়ে অনন্য সাধারণ। সবুজ আবরণে ঘেরা আমার এই দেশটা যেন পৃথিবীর যাবতীয় সৌন্দর্য নিজের মাঝে ধারণ করেছে। প্রকৃতি এখানে অসীম সুন্দর। ঋতু পরিবর্তনের মাঝে এই দেশের প্রকৃতি বহুরুপ ধারণ করে। অসীম নীলাকাশ, সবুজাভ বনানী, বিচিত্র পাখি, ফুল আর গাছগাছালি তে এই বাংলার রুপ যেন উপচে পড়েছে। এই বিষয়গুলো আমার এই বাংলা কবিতাটি আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।

০৩ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪