রাতের রানী

ভয় (সেপ্টেম্বর ২০২১)

মোঃ বুলবুল হোসেন
  • 0
  • ৪৬
জানো তোমরা রাতের রানী
করছো কতো ফান,
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
টাকার নেশা গান।

জগৎ বুকে সবাই দেখো
পেতে চায় যে সুখ,
রাতের রানী কপাল পুড়ে
শ্রাবণ মেঘে দুখ।

যারা তোমার সঙ্গের সাথী
কোথায় গেলো আজ,
অশ্রু জলে বুক ভেসেছে
হারিয়ে গেলো সাজ।

সাধু সেজেছে রাতের রানী
রঙিন ঘোড়া চড়ে,
কালো চশমা পড়লে তুমি
বাঁচিবারই তরে,

রাতের রানী টাকার নেশা
নিজেকে ভুলে যায়।
গভীর রাতে ধনী দুলাল
রানীর দেখা পায়।

পাপ কখনো বাবা ছাড়েনা
জ্ঞানী লোকের কথা।
যারাই ছিলো সাথী বন্ধু
নাইরে কারো ব্যথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipika Roy শেষের স্তবকে দুর্বল অন্ত্যমিল। মাত্রাবৃত্ত ছন্দে ৫ মাত্রার ত্রিপদী কবিতা হলে " সঙ্গের সাথী" মাত্রা বেশি হচ্ছে কি?
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০২১
জাফর পাঠাণ রানী - প্রমিত বানান= রানি । বাস্তবিক অভিব্যক্তি প্রকাশ পেয়েছে কবিতাটিতে। সব অন্ত্যমিল ঠিক আছে- শুধু ... কথা/ব্যথা ... এই দুইয়ে একটু ঘাটতি আছে । ভোট দিয়ে গেলাম। শুভাশীর্বাদ
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০২১
প্রমিত বানানের নিয়মে উল্লেখ করে হয়েছে,“সকল অতৎসম শব্দে কেবল ই এবং উ এবং এদের চিহ্ন ব্যবহৃত হবে।যেমনঃ বাঙালি, ইংরেজি, উনিশ, আরবি। তবে কোনো কোনো স্ত্রীবাচক শব্দের শেষে ঈ-কার দেওয়া যেতে পারে। যেমনঃ রানী, পরী, গাভী”। কিন্তু ‘রানি’ বানানের ভুক্তিতে প্রথমেই আছে রানি, তারপরে আছে রানী। অর্থাৎ ‘রানি’ বানানটিকে অধিকতর প্রমিত বলে ধরা হয়েছে।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০২১
এই মেঘ এই রোদ্দুর সুন্দর লিখেছেন
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০২১
ফয়জুল মহী খুবই সুন্দর এবং অসাধারণ অনুভূতির সুনিপুণ বুনন , অনেক অনেক ভালোলাগা রইল
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০২১
মোঃ নুরেআলম সিদ্দিকী পাপ কখনো বাবা ছাড়েনা জ্ঞানী লোকের কথা। যারাই ছিলো সাথী বন্ধু নাইরে কারো ব্যথা। দারুন লিখলেন। লেখাটা পড়ে একটু ভাবলাম। সত্যি অসাধারণ।।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২১
Omor Faruk অসাধারন
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২১

০৩ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪