অঝোরে কাঁদে বৃদ্ধ বাবা-মা
তাদের ব্যথা মনে
কি হয়েছে বলো তুমি
তোমার দুঃখের ক্ষণে
সমাজের নিয়ম পাল্টে গেছে
মূর্খদের বিশ্লেষণে
শেষ সম্বল বসত ভিটা
মূর্খ শক্তির পণে।
সমাজের মাঝে আতঙ্ক তারা
সুখের করে নাশ
সমাধানের নামে তারা মানুষের
করে সর্বনাশ।
টাকার জোরে মূর্খ নেতা
অধঃপতনের মূল
গরিব মানুষ নির্যাতনে আজ
পায় না কোনো কূল।
জ্ঞানী লোক পায়না সাহস
বিচার-বিশ্লেষণে
গরিব তারা বিচার পায়না
মূর্খের আইনের সনে।
জ্ঞানী লোক পায়না সাহস
বিচার-বিশ্লেষণে
গরিব তারা বিচার পায়না
মূর্খের আইনের সনে
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী