মানব রূপে জন্ম তোমার
পশু মনে হয়
অত্যাচারীর উপর আল্লাহর গজব
করো তুমি ভয়।
অত্যাচারীরা সব সময় ব্যস্ত থাকে
মারে ধান্দায়
অত্যাচার করে কি শান্তি পায়
রক্ত যখন বয়।
শান্তির ধর্ম মুসলিম জাতির
কোরআন হল সঙ্গের সাথী
অন্ধকারে জ্বলবে বাতি দেখবে
আল্লাহ হইলে সদয়।
বুলবুল আজ বিনয় করে
মুসলিমদের যারা অত্যাচার করে
শাস্তি অশ্লীলদেৱ দুনিয়ার উপরে
ইতিহাস বলে মিথ্যা নয়।
এই কবিতায় সমাজের অশ্লীল লোকদের সম্পর্কে বলা হয়েছে। তাদের চরিত্রটা কে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।