স্বপ্ন কাব্য

স্বপ্ন (জানুয়ারী ২০২১)

Neerob
  • ১০৪
স্বপ্ন দেখি যতবার আমি চোখ বুজে
পাইনা তোমার খোঁজ,
তবুও আমি আশা করি কিছু না বুঝে
সকাল-সন্ধ্যা রোজ।

কিভাবে শুরু হল স্বপ্ন
জানিনা আমি কখন,
অদৃশ্য খেলায় জড়িয়ে পড়ে
হারিয়ে ছিলাম এই মন।
তখন থেকে তোমার ছবি
তোমার স্মৃতি রোমন্থন,
কেনই বা তবে ভুলে যাব
এত ভালোবেসেছি যখন।

স্বপ্নের জাল বুনতে পারি
পথের পরে পথের বাঁকে,
হৃদয় বলে প্রিয়তমা যে
খুঁজে কি পাবো তাকে?
আমি বলি, ও মন আমার
আর কত তোর পালাবার
মন হারিয়ে কি শান্তি মেলে?
মনের মানুষ কাছে না পেলে!

তাইতো আমি দুঃখ ভুলে,
ফিরে আসি স্বপ্নের কূলে।
দীঘল কালো তোমার চুলে
হারিয়ে যাই একটু ছুঁলে,
যেন শ্বেত পুষ্পের সুরভি
না বলা কবিতার ছবি।
তার গন্ধ চাই নিরবধি
তুমি আমার হতে যদি!

তাইতো বলি আপন মনে
স্বপ্ন আমার চিরদিন,
তুমি পাশে না থাকলেও
স্বপ্ন তো হয়না অমলিন।
স্বপ্ন আমি নিজে গড়ি
কল্পনার মিশেল দিয়ে,
যদি কখনো চায় মনে
দেখো আমার থেকে নিয়ে।

স্বপ্ন যত মনের মাঝে
স্বপ্ন মেশে সকল কাজে,
আমার ঘুম, আমার জাগা
স্বপ্নের মাদলে বাজে।
স্বপ্নের হিসাব করে দেখি
স্বপ্ন কত হরেক রকম
স্বপ্ন হাসে, স্বপ্ন কাঁদে
স্বপ্ন বেশি স্বপ্ন কম!

হয়তো আমি স্বপ্নের গর্ভে
হারিয়ে যাব, হবো বিলীন
তুমি তত কাছে আসবে
স্বপ্ন যত হবে গহীন।
বাস্তবে মিল নাই বা হল
স্বপ্নে তোমার ভালোবাসা
আমার নতুন স্বপ্ন বুনবে
বেঁচে থাকার মগ্ন ভাষা।

প্রখর রোদের যে স্বপ্ন
তার পরেও থাকে বৃষ্টি,
আমার পোড়া চোখে যদি
নামে তোমার প্রেম দৃষ্টি।
পাখিরা কেমন আকাশে ওড়ে
যেন স্বপ্নে ভাসছি দুজনে
এমন অভিলাষ ব্যক্ত করি
ফিরে আসুক জীবনে।

জানিনা কি সব ভাবছি আমি
তোমার বিরহে অগোছালো,
আগামীর নৌকা থেমে আছে
ছিড়ে গেছে পালও।
তুমি এসে যদি ধরতে হাল
হতে আমার পাঞ্জেরি,
ঠিকিই যেতাম লক্ষ্যে আমি
পথে হতোনা দেরি।

শেষবার আকুতি তোমার মনে
রাখছি আমি নিবেদন,
স্বপ্ন আমার যেন না ভাঙে
তুমি মিশে থাকো অনুক্ষণ।
স্বপ্নে হউক যত ভালোবাসা
তোমার আমার কাব্য,
আমার স্বপ্ন সফল হবে
বিশ্বাসে তাই ভাববো।

স্বপ্ন রাখি আমি মনের গভীরে
তোমার স্পর্শ মাখা,
আমার অতীত থেকে ভবিষ্যৎ
অব্যক্ত স্বপ্নে ঢাকা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra খুব সুন্দর লিখেছেন। দারুন অনুভূতি।ভোট দিলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

স্বপ্ন দেখার কি শেষ আছে? স্বপ্ন দেখা চলে অবিরাম।

২৩ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী