অতিরিক্ত ভালোবাসা বিষ হয়ে যায়,
মাঝে মাঝে চাহিদাগুলো নিরুপায়;
যখন কষ্ট আসে, একা আসে না,
সাথে নিয়ে আসে অতীত স্মৃতি
কেউ কেউ বলে, "এরকম সবার সাথেই হয়,"
সত্যি, এটাই বুঝি নিয়তি!
অগোছালো মন যেদিন হয়েছিল পরিপাটি
কোন একটা বিশেষ অনুভবে,
সব কিছু ছিল, নিজের থেকেও বেশি
কখনো মনে হয় নি, একদিন কি হবে?
যাই হবার তাই হলো,
আমি ফিরে গেলাম সেই আমিতে
মাঝখানে শুধু ছিল ভালবাসার মাপামাপি-
সময়টা বুঝি জীবনের একপ্রস্ত ফিতে।
কিন্তু ভালবাসা তো আর থেমে থাকে না,
শাখা-প্রশাখা বিস্তার লাভ করে অকারণ;
বেশি বড়ো হলে তার চাহিদা যোগান ছাড়িয়ে যায়
তখন মন শোনে না কোন বারণ,
এভাবেই তৈরি করে কষ্টের খেলাঘর
কেউ দূর থেকেও আপন, কেউবা কাছে থেকেও হয় পর।
কষ্ট অনেক রকম হয়, কিন্তু একটা মৌলিক মিল হল, কোন কষ্টই মনে শান্তি রাখতে দেয় না। আর ভালোবাসার কষ্ট সবচেয়ে মারাত্মক কষ্ট।
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী