আমার আত্মত্যাগ তোমার সীমানায়

স্বাধীনতা (মার্চ ২০২০)

Neerob
  • ৯৫
সেদিন ছিলো ৮ই ফাল্গুন,
বুকের ভিতর জ্বলেছিলো আগুন-
ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো,
আমি ভীতু ছেলে, তবু কে এত শক্তি এনে দিলো!
হায়েনাদের চোখ রাঙিয়ে বের হলাম রাজপথে-
আমার মায়ের ভাষা রবে সমুন্নত, এই শপথে।
মুখে মুখে স্লোগান, হৃদয়ে ভালোবাসার গান-
ছত্রভঙ্গ হলাম, শা শা গুলির আয়োজনে
আমিই রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত- অনেক নাম না জানা, আমি বাঙালি, তাই ছিলো মনে।
তাজা রক্তে ভিজে গেলো শুকনো ধুলোকণা,
তবু কাঠখোট্টা নরপিশাচদের বোধোদয় ভ্রান্ত,
তারা বলেছিলো আমি নাকি পাগল, বিকৃতমনা;
পড়ে ছিলাম লাশ হয়ে, তবু ঠোঁটের কোনে
ছিল হাসি, প্রতিধ্বনিত তিতিক্ষার দৃষ্টান্ত।

আমার বুকের ভিতর আবার আগুন জ্বলতে চায়!
সেদিনের আত্মত্যাগ আজও ভালোবাসি,
স্মরণ করি, আজকের আমি;
আজ ৬৮ বছর কেটে যায়...

আমার আত্মত্যাগ শুধু ক্যালেন্ডারের পাতায়!
যেই আমি, রক্ত দিয়েছিলাম,
মধুর শব্দ 'মা' ডাকার নিমিত্তে;
হারিয়ে গিয়েছিলাম অজানায়....

সেই আমি, ফুলেল শামিয়ানা দেই চোখের ছায়!
সারা বছর আমার ভালোবাসা নেই, বিদেশি ভাষা ব্যবহার করে গাম্ভীর্য জাহির করি।
শুধু একটা দিন খালি পায়....

আমি অশ্রুশিক্ত কণ্ঠে আমায় বলি, "তোমার ওই খালি পা আমার বুক মাড়িয়ে যায়।"
অন্ন যেমন রোজকার তেমনি ভাষাও।
যদি পারো তবে, ধারন করো বাংলা প্রতিদিন;
শুধু ফুল নয়, অন্তরের ভালোবাসায়;
বিশ্ব দরবারে ছড়িয়ে দিও বাংলা অমলিন।
তবেই গর্ব করে বলতে পারব, আমার আত্নত্যাগ প্রবাদপ্রতিম, বেঁচে থাকবে তোমার সীমানায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন আপনার বিষয় বস্তু ভালো ছিলো।লেখার ঢং টাও বেশ,তবে আর একটু সচেতন হলে ভালো হত,নেক্সটে আরো প্রগাঢ় হবে আপনার কবিতা এই আশায়......
ফয়জুল মহী অনবদ্য লেখা। খুবই ভালো লাগলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভাষার জন্য যে আত্মত্যাগ, তার কতটুকু সম্মান করি আমরা?

২৩ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী