প্রিয় নবান্নে

নবান্ন (অক্টোবর ২০১৯)

Fatema Tuj Zohora
  • ৪৯
এই যে, শুনছো?
তুমি কি আমার অগ্রহায়ণ হবে?
আমার ক্ষেতের সোনালী ধান?
খুব বেশি ক্ষতি যদি তোমার না হয়
তবে তুমি শুধু আমার পৌষ সংক্রান্তি
কিংবা বাসি নবান্ন হলেই আমার চলবে।
মল্লিকা, হিম ঝুড়ি, রাজ অশোক, গন্ধরাজ?
নারে মেয়ে,
অত কিছু আমি আশা করি না তোমার কাছে।
তুমি শুধু আমার মরা কার্তিক না হলেই আমার চলবে। আমার প্রেমিকা হতে হবে না তোমায়।
শুধু আমার ভোরের শালিক হয়ে
আমার উঠোনের বুকের শস্যে তোমার স্পর্শ রেখো।
বহু শর্ত আর কৈফিয়তের গাটছড়ায়
তোমায় বাঁধবো না কখনো,
যদি একবার আমার অন্ধকারে তুমি ছায়া হও।
আমার মৃত পিতৃ-পুরুষের সম্পত্তির লোভ
তোমায় দেখাবো না তো।
না না দেখাবো,
সে তোমায় আমার অবসাদ বলবে।
তাই অতি শীঘ্রই তোমায় আসতে হবে,
আমার লেখার খাতা হয়ে।
আমার ছন্দ হয়ে।
আমি আর তাল-লয় হারাতে রাজি নয়।
তাই আর বর্ষার উত্তাল পদ্মায় নয়,
এবার তোমার নিমন্ত্রণ আমার স্নিগ্ধ হেমন্তের অতিপ্রিয় নবান্নে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নুরুন নাহার লিলিয়ান আপনার জন্য শুভ কামনা । ভাল লাগল ।
আল মামুন ভাল লিখেছেন... শুভ কামনা।
রঙ পেন্সিল ভাল লাগলো। শুভকামনা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

লেখার বিষয় হিসেবে নেয়া হয়েছে আমাদের অতি প্রিয় নবান্নকে। আর কবিতার ছেলেটি তার প্রিয় মানুষটিকে আহ্বান জানিয়েছে নবান্ন হয়ে আসতে। এছাড়া এ কবিতায় যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের ঐতিহ্য নবান্নকে। যতটা সম্ভব সাবলীল বর্ণনা রয়েছে এ কবিতায়। তাই অবশ্যই এটি বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

১৮ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪