মনে পরে কি?

বাবা (জুন ২০২৩)

রাজ্য জ্যোতি
  • 0
  • ৫১
মনে পরে কি?
তুমি নীল শাড়ি পরে,
আমার সামন দিয়ে হেটে যাচ্ছো।
একটু পর-পর, ঐ কাজল মাখা চোখে
আমার দিকে তাকাচ্ছো।

এই গরমের দিনে,
ধরলা নদীরপারের বাতাস
তোমার নীল শাড়ির আচলে লেগে
ভয়ঙ্কর হিমশিতল হয়ে গেছে!

তুমি আমার সামনে সামনে হাটছো,
তোমার খোলা চুলগুলো
আমার মুখে লাগছে
বারবার বারবার বারবার।

ঐ মিষ্টি ঠোটে গোলাপি যে লিপ্সটিকটা দিয়েছো,
হায়! আমাকে পাগল করে দিচ্ছে।
মনে হচ্ছে, খপ করে জড়িয়ে ধরি তোমায়
আর ঠোটে ঠোট লাগিয়ে কামড়ে ধরি।

তোমার হাতের সেই কাঁচের চুরিগুলোর ঝনঝনানি
আমার মনে গিটারের সুর তুলে দিচ্ছে।
পৃথিবীটা কেমন যেনো নিশ্চুপ,
শব্দ ও সুর শুধু তোমার চুরিতে।

পায়ের চারদিকে লাল আলতা।
খালি পায়ে দৌড়ালে তোমাকে খাইরুন নামে ডাকতাম।
নদীর পারে হেটে হেটে গাইতাম,
“খাইরুন লো তোর লম্বা মাথার চুল।”

নিলা, এভাবে হেটে আর যেও না।
ঘুরে দাঁড়াও, ছুটে আসো,
আসো আমার দিকে আসো।
এসে জড়িয়ে ধর না শক্ত করে!

তুমি আমায় জড়িয়ে ধরে থাকবে,
তোমার গরম নিশ্বাস,
এই শিতল পরিবেশকে
প্রেমময় করে তুলবে।

আমি তোমায় কোলে তুলে নিব,
সাহিত্যের প্রেমিক পুরুষের মতো
তোমায় নিয়ে পারি দিব, দেশ-দেশান্তর।
প্রিয় নিলা, আসবে না তুমি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী মনে পড়ে কী শিরোনাম
মোঃ নুরেআলম সিদ্দিকী বাবা সংখ্যায় প্রিয়তমার কবিতা। খারাপ হয়নি ভাই। শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর।
বিষণ্ন সুমন এটা কিভাবে বাবা সংখ্যার কবিতা হলো ? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেমিকার সাথে একটি প্রেমঘণ পরিবেশের স্মৃতির মুহুর্ত

১১ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪