আমরা যখন পেটটা ভরে
খাচ্ছি মুঠো ভাত
ঠিক তখনি হাজার শিশু
উপোস কাটায় রাত।
পড়ছি লিখছি স্কুলেতে
ঘুরছি শিশু মেলায়
পথের বুকে অনেক শিশু
কাটাচ্ছে দিন হেলায়।
নাই যে বাড়ি নাই প্রিয়জন
কেউ বাসেনা ভালো
ওরাও শিশু সুধী সমাজ
ওদেরও দাও আলো।
সব শিশুরা সমানভাবে
জীবন ফুলে ভরবে
কেউ হবেনা পথ শিশু
আলোয় বিশ্ব গড়বে।
এই সমাজে পথ শিশুদের থেকে আর কেউ অসহায় আছে কিনা আমার জানা নেই।