আজ থেকে শত বছর আগে
রুটিহীনের ঘরে খলিফা রুটি পৌঁছে দিতেন।
খাদ্যহীনের খাদ্যের যোগান দিতেন খলিফা
ঘরহীনের ঘরের ব্যবস্থা খলিফাই করতেন।
শত বছর ধরে আমি দেখছি;
খাদ্যের অভাবে আত্বহত্যা করেছে
লাখো লাখো ক্ষুধার্ত মানুষ।
পথে পথে আমি দেখেছি অনর্থক কুকুরপ্রিয়তা
আর ঘরের অভাবে দেখেছি সীমাহীন বিভৎসতা।
আমি শোনেছি অবিরাম কান্না- চিৎকার
আমি আর্তনাদ শোনেছি অসহায় মানবতার।
শত বছর আগে ক্ষুধার্ত কুকুরের জন্যও
খলিফাকে মহা চিন্তিত হতে দেখেছি
আর এখন মানবতার জন্য কারো কপালে
একটু ভাঁজ পড়তেও দেখিনি।
মানবতার পাশে একটুকরো রুটি নিয়ে কেউ আসেনি।
রোড এক্সিডেন্ট স্বভাবিক হয়ে সহনীয় পর্যায়ে এসেছে
ধর্ষক সমাজপতির আসন অলংকৃত করেছে।
খুনী লুটেরা ও ডাকাত সমাজের সর্দার হয়েছে
চোর শুধু জনপ্রতিনিধি হওয়ার কারণে মানুষের শ্রদ্ধা নিচ্ছে।
এ অনাচার এই অবিচার এবং এসব জুলুম দেখে আমার বড়ো কষ্ট লাগে,
খলিফা ও খেলাফতবিহীন বিশ্ব দেখে আমার মনে কষ্ট জাগে।
খেলাফত ব্যবস্থা একটি কল্যাণময়, মানবতাবাদী ও সর্বোত্তম রাষ্ট্রীয় ব্যবস্থা।
যার অনুপস্থিতির ফলে আজ গোটা দুনিয়া বিভিন্নভাবে জুলুমের শিকা।
এসব দেকে দেখে এবং খেলাফত ব্যবস্থা না থাকার কারণে মনে বড়ো কষ্ট হয়।
এ কষ্ট কবে দূর হবে- আল্লাহ জানেন।