এই হেমন্তের ভোর, মৃদু কুয়াশা চাদর;
বয় মৃদু মন্দ মলয়, সোনালী সূর্যোদয়;
শিশির কণা ঘাসে, মণিমুক্তা সম হাসে;
নতুন ধানের ঘ্রাণ, পুলকিত প্রতি প্রাণ
চাষা চাষীর জন্য, ঘরে ঘরে নবান্ন।।
পাকা ধানের বাস, ঐ ধূসর নীলাকাশ;
ধান কাটে চাষী; গান, কৌতুকে, হাসি;
মাটির সোঁদা গন্ধ, শস্যে সুখে আনন্দ;
নতুন ধানের ঘ্রাণ, পুলকিত প্রতি প্রাণ
চাষা চাষীর জন্য, ঘরে ঘরে নবান্ন।
উঠানে উঠানে ধান, লহ্মীর পালা গান;
ঢেঁকিতে ধান ভানা, নাইওর নি আনা;
পোলাও পিঠা ফিরনি, মুড়ি নাড়ু শিরনি;
নতুন ধানের ঘ্রাণ, পুলকিত প্রতি প্রাণ
চাষা চাষীর জন্য, ঘরে ঘরে নবান্ন।
মেলায় খেলায় মাতি, পালা পার্বন সাথী;
ধর্ম বর্ণ নির্বিশেষে, মানুষ মিলেমিশে;
ভাই ভাই সহোদর, এই হেমন্তের ভোর;
নতুন ধানের ঘ্রাণ, পুলকিত প্রতি প্রাণ
চাষা চাষীর জন্য, ঘরে ঘরে নবান্ন।
advertisement