লাল-সবুজ

অর্জন (এপ্রিল ২০২৩)

সাদিকুল ইসলাম
  • 0
  • ১১১
ইতিহাসের দরজা খুলে দেখি,
শিয়াল মশাই সাইরেন বাঁজিয়ে,
শোষণ নামের ছড়ি হাকিয়েছে দুইশত বছর।
অশ্ব ডিম্বের ছলা কলা ঝুলিয়ে,
দাপিয়েছে অশ্ব-চাবুক।
না, আর নয়,
আর কত?
তাইতো সেদিন ফুঁসে ওঠেছিল তুষের অনল,
যে অনলে ABCD জ্বলে পুড়ে ছাই,
বিনিময়ে পেয়ে গেলাম
পরাধীনতার নব অধ্যায়,
হিন্দু মুসলিম হয়ে গেল সৎ ভাই।

ইতিহাসের ভেলায় ভেসে দেখেছি,
জ্ঞান পাপীর দল কৌশল খাটিয়ে,
টুপি-পাগড়ির দেয়ালে,
বন্দী করেছিল স্বাধীনতার ফল,
দাদাদের ভাগাভাগির দাড়িপাল্লায়
হয়ে গেছি ফের ,
না, এখানেই শেষ নয়,
ভাটির জোয়ারে হয়ে গেলাম পূর্ব পাক,
কিছুদিন যেতে না যেতেই
থলের বিড়াল বেড়িয়ে এলো,
কতটা স্বাধীন হয়েছি?
পেয়ে গেলাম টের।

ইতিহাসের জানালা খুলে দেখেছি,
অমানুষের দল গর্জন হাকিয়ে,
হনন করতে চেয়েছিল মায়ের মুখের ভাষা,
সন্তান জেগেছিল তাইতো গিলতে পারেনি,
আমার প্রাণের অ আ।
আটই ফাগুনের আগুনে
অবশেষে উর্দু পুড়ে ছাই,
রক্তের বিনিময়ে পাওয়া
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশ,
বিশ্বের বুকে পিড়ামিড,
কিন্তু আফসোস
আজও হরহামেশা বিজাতীয় সুরে
রঙ্গমঞ্চের দোলনা নাচাই।

ইতিহাসের পর্দায় চোখ রাখতেই
গা শিউরে ওঠে।
রক্ত পিপাসু হায়নার দল অস্ত্র চালিয়ে,
রচে দিলো কালো রাত,
শুরুটা অনেক আগেই ছিলো,
আমার গতর খাটানো ফসলে ভরে যেত
পশ্চিমের গোলা,
আর আমার শিকল পড়া হাত,
প্রতিবাদের ঝড় ওঠে,
বিনিময়ে নয় মাসের একাত্তর।
সবুজের বুকে রক্তের বিছানা,
সন্তান হারা দুঃখিনী মায়ে অশ্রুতে
প্রতিনিয়ত ভিজে যায় বাংলার মাঠ,
আবার
স্বাধীনতার সূর্যের আলোয় শুকিয়ে
নতুন আশা,নতুন ভোর।
সম্ভ্রম হারা মা বোনের শাড়ির আঁচল
আজ সোনার বাংলায় চীনের
সীমানা প্রাচীরকেও হার মানায়।
হারানো মিছিলে হারিয়েছি যত
হয়তো পাবো না ফিরে,
আজ প্রতিজ্ঞা একটাই ,
স্বাধীনতার স্বপ্ন সাঁজাবো
লাল সবুজ কে ঘিরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন কবিতাটি বেশ শক্তিশালী।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের পতাকা।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪