অভিনয়ী অভিমান

বন্ধুত্ব (নভেম্বর ২০২২)

সাদিকুল ইসলাম
  • ১৭৭
জীবন নামের রংমহলে
সাদা কালো মেঘের সাঁঝে,
চলে গেলো ছত্রিশ বসন্ত।
চাওয়া পাওয়ার দুটানায়,
পা পিছলে যাওয়ার ভয়ে,
রংধনুর সাত রঙে,
আঁকতে পারিনি জীবনের ছবি।
তাই আজ অভিযোগের খাতায়,
হালখাতা খোলার ধৈর্যটুকু,
চিৎকার করে বলতে চায়,
আর কত?
আর কত এভাবে
অবহেলার ঢেকি গিলতে হবে ।

প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মকরে,
অভিমান হজম করার টেবলেট খেয়েছি,
তবুও মাঝে মাঝে এত বেশি বদ হজম হয়,
যার ফলে কষ্ট নামের,
নিমপাতার রসের সাগরে হাবুডুবু খাই।

প্রতিদিন চলার পথে থমকে দাড়াই,
গরম বিবেকমশাইকে ঠান্ডা করতে,
ফ্রিজারের দ্বারস্থ হই।
তবুও আগ্নেয়গিরির মত উত্তপ্ত হয়ে,
হুংকার ছেড়ে বিবেক মশাই জানান দেয়,
অনিয়ম, অন্যায় আর ভ্রষ্টাচারের
নীলাখেলা দেখে আর কত নিরবতা?
আর কত নতজানু শিরে আমড়া কাঠের ঢেঁকি হতে হবে?
অনিয়ম দেখেও না দেখার ছলে অন্ধের মত চলা,
অন্যায় নিরবে সয়ে নির্বাক,
চিৎকার করে প্রতিরোধের কন্ঠে হয়নি বলা ,
ভ্রষ্টাচারের ছলনা বোঝেও নির্বোধ,
থামাতে পারিনি তাদের অবাধ খেলা।
তই যে দেহ অক্ষমতার চাদরে মুখ লুকাত ব্যস্ত,
তার প্রতি অভিমানের ছুরি আর চালাতে চাই না।

প্রতিদিন সুখের আশায়,
দুঃখ নামের সাগর পাড়ি দিত গিয়ে,
অভিমানী ভেলায় ভাসতে ভাসতে,
মোহ নামের দ্বীপে বন্ধী হয়েছি।
যার যত আছে আরও তত চাই,
আর চাই চাই করে,
না পাওয়ার চাকায় পিস্ট হয়ে,
জীবনের রাজপথে গড়াগড়ি খাই।
পরের ধনে লুলোভ দৃষ্টিতে তাকিয়ে,
নিজের না থাকার দীর্ঘশ্বাস হাকিয়ে,
শেষে অভিমানের মাল্য গলাতে জড়াই।

প্রতিদিন ধর্ম কর্মে,
লোক দেখানো লেবাস গায়ে,
অপকর্মের নকশা সাজাতে মুখরিত চারপাশ।
অন্ধ বিশ্বাসের দূর্গন্ধে ভরপুর সমাজের অলিগলি,
আবার নাস্তিকের বলি হয়ে জনমনে হাজারো দলাদলি,
না আছে সুর, না আছে তাল,
তবুও দিবানিশি ধর্মের নামে সারিন্দা বাজাতে মশগুল।
শান্তির বাণী আজ যেখানে কষ্টি কুলের মত,
অস্ত্রের সুরসুরানি সেখানে মহৌষধ।
তাই সদাচরণের চৌকাঠে পা রাখতে বড় ভয়।
নিরুপায় হয়ে মনের গহীনে শত অভিমান লয়ে,
ভালো থাকার স্বার্থক অভিনয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী অ‌ভিমা‌নের ক‌বিতা। শুভকামনা রইলো

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সামাজিক অবক্ষয় যখন তুঙ্গে তখন এর থেকে পরিত্রাণ বা এর সমাধান করা কঠিন। কখনো কখনো সাধ্যের বাহিরে। তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয়া হলেও সেটা বুঝাতেও দেয়া যায় না। তখন সাথে থাকার অভিনয়। ভালো থাকার অভিনয়।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪