মেঘ বালিকা

বৃষ্টি ও প্রেম (অক্টোবর ২০২২)

সাদিকুল ইসলাম
  • ৭৭
মেঘ বালিকা?
তুমি কী দক্ষিণা হাওয়ায় আঁচল দুলিয়ে
নক্ষত্রপুরীতে খুব বেশি ব্যস্ত ?
নাকি বৃষ্টি হয়ে বয়ে চলেছো নীল তিমিদের দেশে?

তুমি যা ভাবছো তা নয়,
আজকের আকাশটা বড্ড বেশি বেহায়া, তাই
তোমাকে মনে পড়লো,
মেঘ গুলোও বেশ দুষ্টু হয়ে গেছে,
আচ্ছা তোমার ঘন কালো কেশ আজও কি অন্ধকার মাখা,
যে অন্ধকারের খাদে পড়ে যন্ত্রনার গাড়িতে দিবানিশি চলছি।
নাকি কাশফুলের পাঁপড়িতে সাদা বকের উড়ো চিঠি
পড়তে পড়তে তুমি ত্যক্ত বিরক্ত।
দিনে দিনে সময় তো বয়ে চলেছে
খরস্রোতা নদীর মত সবেগে,
শুধু মাঝে মাঝে হারানো স্মৃতির ডাইরিটা
বুক খুলে উকি দেয় আবেগে।

তোমাকে সালতামামীতেও রাখবো না
শুধু জানতে ইচ্ছা করে,
তোমার শ্রাবণ ভরা যৌবনের কলসিতে জল
আগের মতই ভরপুর আছেতো?
নাকি তৃঞ্চার্ত মরুর বুকে বৃষ্টি ঝড়াতে ব্যস্ত।
মনে মনে ভাবছো একবার জিঞ্জেস করি
আষাঢ় গগনে গোধলীর সাঁজে
রংধনুর রং আজও খুজে ফিরি কিনা,
তবে শোন- না, খুঁজি না।
কারন তুমি আর আসবে না বলে
রিমিঝিম বৃষ্টিতে মনের দেওরিতে আজ আর
রুপকথার গল্প জমাই না,
তোমার নীলখামে লেখা চিঠিগুলো
মেঘের আড়ালে লুকুচুরিতে করতে করতে
কোন সময় যে সূর্য মামার মুচকি হাসিতে
জলসে গেছে বুঝতে পারিনি।
তাই চিঠিগুলোও জীবন ভ্রমণে তেমন একটা কাজে আসে না।

তোমার আশায় হয়েতো আর বেশিদিন থাকবো না,
তবুও অবুঝ মন স্মৃতিমাখা চিরসবুজ দিনগুলো গুদামে হানা দেয়,
আচ্ছা তোমার চিরল দাঁতের দেয়ালে বন্ধি হাসিটা আজও তেমনি আছে?
নাকি গগনের বিজলির সাথে অভিমানে চুপসে গেছো।
তোমার নুপুর পড়া পায়ে আলতো হাতের পরশ
অনুভব কর কি না জানি না,
তবে আমার হাতটা মাঝে মাঝেই
হারানো অধিকার ফিরে পেতে অনশনে নামে।
আজিকার শ্রাবণ সন্ধ্যায় পাখির কিচিরমিচির
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে,
এ সময় পাশে থাকার দুটি হাত,
কাছে পাবার একটা উদাসী মন,
অভিমানের মালা বিসর্জন দিয়ে বড্ড প্রয়োজন।


তোমাকে বৃষ্টিতে ভিজতে আর ডাকবো না,
আচ্ছা তোমার হাতে রঙিন চুরির ঝনঝনানি কী
আগের মতই সুরেলা আছে?
নাকি হুচট খেয়ে মুখ থোবরে চুরিগুলো আমার মত অবস্থা।
মেঘের গর্জন শুনে আজ আর আতকে উঠি না,
শুধু বিবেক মশাই কিঞ্চিত তোমার তুলনায় ব্যস্ত থাকে এই আর কি।
মাঠ ঘাট জলে একাকার,
তিল ঠাঁই আর নাই
যেখানে রাখিতে পারি এক খানি পা,
তবু বারে বারে মনের কুড়ে ঘরে,
তোমাকেই খুজে ফিরে,
একথা মুখ ফুটে বলতে পারি না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra তোমার শ্রাবণ ভরা যৌবনের কলসিতে জল......................। অসাধারণ
ধন্যবাদ। আপনার এ অনুপ্রেরণা আমাকে আরও বেশি উজ্জীবিত করেছে।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেয়সীর সাথে কাটা‌নো সময় মধুর আর বৃষ্টি ভেজা সময়গুলো তুলনাহীন।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪