অন্তর চক্ষু খোলে খোঁজে ফিরি নিজেকে
খোঁজে পাইনি,
হাজার পাওয়ারের চশমা লাগালাম,
ভাবলাম এবার হয়তো মিস হবে না,
কিন্তু হতাশ ,
আমি আমাকেই খোঁজে পাচ্ছি না,
তবে কি করে খোঁজে পাবো তোমায়,
প্রায় এক যুগ কেটে গেলো,
যেদিন আমার মনের আকাশে
ঘনকালো মেঘের জল জমিয়ে
নিষ্ঠুরতার ফ্রিজে মনটাকে বরফ করে
সেকামাইসিন ট্যাবলেট হতে ধরিয়েছিলে।
মাঝে মাঝে মনের অজান্তেই
স্মৃতির সাগরে সাঁতার কাটি,
উত্তাল সাগরের প্রচন্ড ঢেউ এসে
আচড়ে পড়ে নোনা জলে হাবুডুবু খাই।
হাত পা ছুটাছুটিতে তীরে ফেরার আকুতি,
নিশ্বাস বেচারা স্বস্তি পেতে অস্থির,
কিন্তু কি আর করা,
যেখানে ক্ষত সেখানেই যে
ক্রমাগত শত আঘাতের প্রতিযোগিতা।
মনোরম প্রকৃতির দু দন্ড সময়,
আজ অসহ্য মনে হয়,
সেদিন গত হয়েছে,
যেদিন তুমি ছিলে সরবে,
বাহুডুরে বাঁধা ছিলে অমলিন,
সেই তুমিহীন বেমানান আর
জনসমুদ্রের মাঝেও যেন একাকিত্বের
তীর চারিপাশ থেকে হুংকার ছেড়ে বলছে,
“আর কত উলু বনে মুক্তা ছড়াবি।”
হৃদয় ছাঁটা ঢেকির কবলে পড়ে
প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে একাকার,
কি এমন বাস্তবতার চাবুক হাতে ধরিয়েদিলে?
ননস্টপ আঘাতে ক্ষত বিক্ষত মানষিক দেহ।
স্বভাবগত কারনেই তোমার অভাবটা বুঝতে চাইনি,
তাই বলে কি, কেই এতোটা নাছোড় বান্দা হয়?
আসবে না বলেছো বিশ্বাস করিনি,
থাকবে না বলেছো মানতে পারিনি,
তাই বলে যাবার বেলা
তোমাকে খোঁজার জন্য হাতে হারিকেন ধরিয়ে যাবে,
সেটা বুঝতে পারিনি।
তুমি নেই তাই ভেবোনা কিছু নেই,
আমার কাছে আকাশের মত মন না থাকলেও
রয়েছে অফুরন্ত বাতাসের গতি,
সে বাতাস বাতাস নয় ,
অনুভুতির সেতারা,
আর বেনামী হিমালয় ভাঙ্গার দীর্ঘশ্বাস,
যে দীর্ঘ শ্বাসের বাতাসে
উড়ে গিয়েছো অসীম সীমান্তে।
জীবদ্ধশায় কাগজের সার্টিফিকেট
আমাকে পথ দেখিয়েছে তবে
পথ তৈরি করতে পারে নি,
দেখানো পথে হাঁটতে গিয়ে
থমকে দাড়াই অজানা পথের তীরে,
যে পথে তুমি ছিলে ক্ষণিকের সঙ্গী,
নিশ্চিন্ত বনে তোমায় নিয়ে হাটতে চেয়েছি,
আজীবন জীবন সঙ্গী করে রাখতে চেয়েছি,
বিনিময়ে অবহেলার থেরাপি নিয়ে
বিপরীত পথে চলতে শুরু করেছি।
তবু তুমি রয়ে গেছো ছায়া হয়ে,
চলেতো গেলে কিন্তু ছেড়ে গেলে না।
তোমার এ শূন্যতা ক্ষনিকের তরে ভুলে থাকি
কিন্তু কভু ভুলা যাবে না।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কিছু কিছু শূন্যতা অপূরনীয়। প্রাপ্তির খাতায় হয়তো এর চেয়ে বেশি কিন্তু তা শুন্যতা কমায় না।
এক কথায় জীবনে একবার হলেও প্রেমে পড়া উচিত।
০৬ আগষ্ট - ২০১৯
গল্প/কবিতা:
৩৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী