নয় করোনার ভয়

ভয় (জুলাই ২০২০)

সাদিকুল ইসলাম
  • ৪৮১
বিশ্বজুড়ে আতঙ্ক আজ, নোভেল ভাইরাস করোনা-
উহান থেকে বসুন্ধরায়, মৃত্যুর মিছিলে দিশেহারা।

সবে মিলে খুজে দেখো, বোঝে পাবে মর্ম তার-
সমাধান জুটিবে তবে, এ যে মোদের কর্মভার।

চৌদ্দ দিনে উপস্বর্গ, সংক্রমণের মেয়াদ কাল-
সঙ্গ ধরায় স্পর্শে ছড়ায়, লকডাউনই শ্রেষ্ঠ ঢাল।

হাঁচি কাশি হলে কারো, গায়ে থাকলে জ্বরভাব-
নিজ উদ্যোগে থাকলে ঘরে, কমবে রোগের প্রাদুর্ভাব।

মাথা ব্যাথা গলা ব্যাথায়, হাসপাতালে পদার্পন-
টেস্ট করায়ে হবো নিশ্চিত, গায়ে কিসের সংক্রমণ।

বার বার ধুব হাত, সাবান-সেনিটাইজার দিয়ে-
হাঁচি কাশি করবো আড়াল, মাস্ক-টিস্যু নিয়ে।

হাত না ধুয়ে ধরবো না নাক কান, চুলকাবো না চোখ-
কোলাকোলি করমর্দন, সবই বন্ধ হোক।

থাকবো সবাই ঘরে বসে, মানবো দেশের লকডাউন-
প্রয়োজনে গায়ে রাখবো, নিরাপত্তার সব গাউন।

অকারনে হবো না বের, থাকেবো সবাই নিরাপদ-
বাজারঘাটেও কম যাবো ভাই, মুক্ত থাকতে এই বিপদ।

যে বাহকে ছড়ায় এ রোগ, তুমি আমি সেই বাহক-
বিশ্বগ্রামে বসত মোদের , সে কারনেই এই মরক।

সমুদ্র থেকে হিমালয়, অদৃশ্য শত্রুতে ভয়-
ধনী-গরীব রাজা-প্রজা, করোনার কাছে পরাজয়।

আমি নির্ভিক আমি দাম্ভিক, ক্ষমতার দাপটে নিষ্ঠুর-
বড় অসহায় বিধাতার পায়, দাড়াবো যেদিন হয়ে ভঙ্গুর।

ভয় পাবনা করোনা কে, ভয় যেন হয় বিধাতায়-
সচেতন থেকে সবাই,ধর্মমতে পানা চাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অসাধারণ বিষয় বস্তুর নিখুঁত লেখনী l মুগ্ধ হলাম।
Omor Faruk আমার পাতায় আপনাকে আমন্ত্রণ
Omor Faruk খুব সুন্দর কথা বলেছেন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বৈশ্বিক এই করোনা মহামারিতে বিশ্ব আজ স্থবির প্রায়। আতঙ্ক আর ভয়ে দিশেহারা মানবজাতি। এ পরিস্থিতিতে ভয়কে জয় করাই হচ্ছে করোনা প্রতিরোধের প্রধান ঢাল সাথে থাকবে স্বাস্থ্যবিধি মোতাবেক জীবনযাপন। এ সময় নিজ নিজ অপকর্মের জন্য অনুতপ্ত হবো এবং আগামী দিনগুলোতে যার যার ধর্মমতে জীবনযাবন করার প্রতিজ্ঞা করবো। আইনের ভয়ে নয় নিজেকে ভালো রাখা ও অন্যকে ভালো থাকার জন্য কাজ করবো এই হোক সকলের প্রতিজ্ঞা।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী