যে জন ভবে অসহায় ভাবে -
ভয়ে ভয়ে চলে আজীবন,
সে জন তবে অভাগায় রবে-
কাপুরুষ চিত্তের আবরন।
সাদাকে সাদা বলিতে বাঁধা-
টুটি চেপে ধরার ভয় লয়ে,
অবশেষে তার কালো চারিধার-
বিচরণ কালা বোবা হয়ে।
মৃত্যুর ভয় যে করেছে জয়-
বিপদে হয়েছে সহায়,
দমেনিতো ভয়ে দুর্বল হয়ে-
সেজেছে সে বিজয়ে পতাকায়।
লিখবনা আর কোন কবিতা-
গল্প কবিতার আসরে,
“অশ্লীল সভ্যতা” প্রকাশে স্তব্দতা-
অসহায়ত্বের চাদরে।
অপারগতা এক ধরনের অসহায়ত্ব যা কষ্টের কারন।