ভাঙ্গা মনের ইতিকথা

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

সাদিকুল ইসলাম
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৩.৬
  • ৬৮
তুমি বিনা আজ লেখা কারুকাজ হয়তো হয়েছে শেষ-
তোমাকে নিয়ে কবিতার খাতায় স্মৃতির পাতায় লিখেছি কাব্য বেশ।

তোমার কূলে ভিড়াতে গিয়ে আমার ডিঙ্গি নাও-
খেয়ালের ভুলে মাস্ত্তলে ওঠে ভুলে ছিলাম আপন গাঁও।

তীরে তরী তার ফিরবে না আর এমনই যখন সুর-
মিছে কেন আর মায়া খানি তার ভুলে যাও বহুদুর।

যদিও স্বপন ছিল রঙ্গিন সাজে নৌকার মাঝে সময় করিব পার-
দু:খ শুধুই আকুল মিনতি ছলনাতে তাকে চেনা ভার।

মহীয়সী মহাজ্ঞানী মহতী রুপের জালে-
ধরেছিলে মন, ভেঙ্গেছ এখন, নিজের আপন খেয়ালে।

অসম প্রেমের মালাতে গলায় পড়ে গেছে যেন ফাঁস-
সুখ বিনা ধরনীতে ,নাই আজ বাঁচিবার আশ।

খেয়ালের ভুলে কালের স্রোতে তুমি আজ বহু দুরে-
কোন লালসে ছেড়ে গেলে প্রশ্ন তোমার তরে ।

জীবনের মধুক্ষণ দিবেই যদি কিছুক্ষণ কেনইবা এলে-
হৃদ মাঝে রেখে ছবি, আজ আমি ব্যর্থ কবি-এইকি চেয়েছিলে?

সুখী হবে হও সুখী কষ্ট নেই তাতে-
প্রতারনা করোনা আর কারো সাথে।

গায়ের ছেলে গেয়ো ভাবো ভাবতে পারো তুমি-
কত ভালবাসতাম তোমায় ,তুমি জানো না ,জানে অর্ন্তজামি।

চাকচিক্ক আর কৃত্তিমতায় তোমার শহর গড়া-
অহমিকার ছত্রছায়ায়, হয়তো সুখী -আমার সঙ্গ ছাড়া।

মিষ্টি হাসি সোহাগ বদন বিশেষ গন্ধের কেশ-
যত দিন থাকবো বেঁচে থাকবে তাহার রেশ।

গায়ের রংটা তোমার সাদা হয়তো আমার কালো-
রুপ না দেখে মনটা দেখো কাহার ছিল ভালো।

হাসি গান আর আড্ডা ছিল তোমার অনেক প্রিয়-
বাস্তবতায় কষ্ট এলে সেটাও মেনে নিয়ো।

গোলাপ তোমার প্রিয় ছিল ,প্রিয় রং কালো-
সেই তালিকায় আমার নামটি শুধুই মিথ্যে ছিল।

শুভ্র মুকুল ,প্রিয় বকুল ,হাসনা হেনার ঘ্রাণ-
পূর্ণিমার চাঁদ মেঘে ঢাকা আজ, সব আনন্দই ম্লান।

সন্ধে বেলার মধুর স্মৃতি মনের মাঝে আঁকা-
ফিরবে না আর দিন গুলো তার ,স্মৃতির আড়ালে ঢাকা।

বাস্তবতার কঠিন চাবুকে পিষ্ঠ আমার গা-
হৃদয়ের ক্ষত সদা জাগ্রত উপহার দিয়েছ যা।

কান্নায় আঁখি জল, ছিল আগে টলমল,শুকিয়েছে আজ-
হৃদয় জুড়ে রক্তক্ষরণ, মন পিপাসু আকুতি মরণ, কবে আসিবে সাঁজ।

কত রাত নির্ঘুম কাটিয়েছি একা ,সকলি তোমার দান-
হৃদয় পটে তোমার স্মৃতি চির অম্লান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী অনেক অভিনন্দন রইলো।
সেলিনা ইসলাম অনেক অনেক অভিনন্দন! শুভ কামনা রইল।
কাজী জাহাঙ্গীর আমার প্রত্যাশাটা ফুল হয়ে ফুটেছে সাদিক ভাই। অনেক অনেক অভিনন্দন রইল। এগিয়ে যান দৃপ্ত পায়ে, গ/ক আরে জোরালো হয়ে উঠুক আপনাদের পদভারে...
সেলিনা ইসলাম ভালো লেখা। আরও ভালো লিখুন সেই প্রত্যাশায় শুভ কামনা।
কাজী জাহাঙ্গীর শব্দ চয়ন বেশ সুন্দর, অন্তমিলে জোর দিয়েছেন। তবে কোন কোন লাইলে মাত্রার বেশ উঠানামা ছন্দপাত ঘঠেছে বারবার। চেষ্টা অব্যাহত থাকুক , আরো মজবুত ছন্দে নতুন নতুন কবিতা বেরিয়ে আসুক, গল্প কবিতা আরো সমৃদ্ধ হোক প্রত্যাশা রইল। অনেক শুভকামনা।
ধন্যবাদ ভাই
Hasan ibn Nazrul বাহ অসাধারন লিখেছেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এক জন গায়ের ছেলে শহরে আসে । এক সময় সে এক রমনীর প্রেমে পড়ে । অতঃপর বিচ্ছেদ । ছেলেটার প্রেম বিরহে “ভাঙ্গা মন” নিয়ে তার যে অনুভুতি তা প্রকাশ করার তুচ্ছ প্রয়াস।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

সমন্বিত স্কোর

৩.৬

বিচারক স্কোরঃ ২.১ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৫ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪