নবান্ন আনন্দ

নবান্ন (অক্টোবর ২০১৯)

তোজাম্মেল হক খোকন
  • ৬৬
চাষের দেশে মৌসুম শেষে,
সবার মন আনন্দে হাঁসে।
মৌসুম জুড়ে যত স্বপন,
হতে চলেছে আজ পূরণ।
গরুগাড়ি আর নৌকা ভেসে,
নতুন ফসল ঘরে আসে।
গাঁয়েতে যত ফাঁকা উঠান,
চারিদিকে ধান আর ধান।
পিঁরেতে পিটিয়ে ধামাধাম,
চলছে মারাই অবিরাম।
ফসল সব মারাই করে,
তুলছে সবাই গোলা ভরে।
নতুন ফসল ঘরে এলে,
কৃষকের মনে শান্তি মেলে।
কত ত্যাগ আর কত কষ্ট,
সব ভুলে যে আজ সন্তুষ্ট।
যদি ন্যায্য মূল্য থাকে তবে,
সাধনা সাধ পূরণ হবে।
নবান্ন আনন্দ এ আশাতে,
এসেছে ঈদ যেন খুশিতে।
পরিবারের সবার সাথে,
নবান্ন আনন্দে মেতে ওঠে,
রেঁধে নতুন চালের ভাতে,
কত আয়োজন একসাথে।
সাথে নতুন চালের পিঠা,
আহা! খেতে লাগে কত মিঠা!
বাতাসে ভাসে পিঠার ঘ্রাণ,
আনন্দে মাতে-রে মন-প্রাণ!
আহা! নবান্ন এমন করে,
থাকতো যদি বছর ধরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন ভালো লাগা রইলো কবি।শুভকামনা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

গ্রাম গঞ্জে, যখন চাষের মৌসুম শেষ হয়, তখন নতুন অন্ন বা ফসল ঘরে তোলার মহা উৎসব হয়ে ওঠে । কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল ঘরে পেয়ে সব কষ্ট ভুলে যায় । কৃষকের ঘরে ঘরে চলে নবান্ন আনন্দের নানান আয়োজন । নতুন চালের নতুন ভাত আর পিঠার মিষ্টি গন্ধে চারিদিকে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় । "নবান্ন আনন্দ" কবিতাটিতে নবান্নের আনন্দের মুহূর্তগুলোর বর্ণনা করা হয়েছে। কবিতাটি নবান্ন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ

২৫ জুন - ২০১৯ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫