দিনরাত কাজের মেলায় নাই অবসর,
বেতন ভাতা ক্যারিয়ার এই শুধু দোসর।
বিশ্ব চলে সুইচ টিপে বড় এক চমক,
প্রাচীন যত রোগ খায় ডাক্তারের ধমক।
আণবিকের রাজা আমি সমরাস্ত্রের জাত,
বুকে সাহস আছে কার যুদ্ধে করব কাত।
করেছে বিজ্ঞান সুখের মাণ হয়েছে উঁচু,
আদি মানুষ কষ্ট পেত জানা ছিলনা কিছু।
থমকে গেছে বিশ্ব আজ থেমে গেছে মানুষ,
ব্যস্ত জীবন স্তব্দ আজ রাজপথ বেহুঁশ।
দূরে গেছে কাজের মেলা উজ্জ্বল ভবিষ্যৎ,
কি যে হবে আগামী অন্তর্যামী দেখান পথ।
ঘরে থাকো চিকিৎসা এই একমাত্র যুদ্ধ,
যেমন ভীত আদি মানুষ হত গুহারুদ্ধ।
জীব হয়েও সামাজিক অসামাজিক হায়!,
মানুষ মানুষে দূরত্ব একমাত্র সহায়।
করোনা ভাইরাস এর আক্রমণে জীবন বদলে যাওয়া মানুষের অসহায়ত্বের কথা