প্রেম না বিধাতার গেম

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

জাকির মোল্লা
  • ৬৫
মনই মন প্রশ্ন করে কি যে হয় প্রেমের মানে ,
কত ইতিহাস রচিত হয় লোকে বলে প্রেমের টানে ।
কাহারো মতে ভালবাসার টান কখনও মায়ার বন্ধন ।
কাহারো কথায় নেই কোনো যুক্তি, কেউ কহে ভক্তি
প্রেম দ্বারা অনেকেই করেছেন বিশ্বজয়,
কহেছেন প্রেমই নাকি একমাত্র মানবজাতির মুক্তি ।
যত জীব তত প্রেম, জড়ের মধ্যে নেই এর কোনো গেম ।

কত রকমের প্রেম সাজে এ ধরনীর মাঝে
প্রেমের সংজ্ঞাই বা কি হতে পারে মনুষ্যজাতীর কাছে ।
আর বিজ্ঞান বলে প্রেম নাকি বহুরূপী,
আসে ভিন্নরুপে ভিন্ন হরমোন ক্ষরণে ।
কেউ আমারে প্রশ্ন করলে বলি এক অনুভূতি
যা সময়ের সঙ্গে পরিবর্তন হয়
আর যাতে আছে আত্মার তৃপ্তি ।
সমাজের কয়েক ঘটনা তুলে ধরে,
বোঝাতে চাই প্রেম কারে বলে ।

সংসারের কর্মের ফাঁকে,
বারে বারে খোকারে ডাকে।
বাবার ঐ বিষন্ন মুখে ফিরেছে হাসি দিনের শেষে,
কন্যার মুখে সেই নিষ্পাপ কথাগুলো শুনে ।
বন্ধুদের সাথে আড্ডা মেরে ,
চায়ের দোকানগুলো চলে ধার বাকীতে ।
ভোলা কাকুর মুরগী চুরি করে,
ছোকরারা গান চালিয়ে পিকনিক করে ।
ভোলাপুত্র মোটর সাইকেলে ধাক্কা খেলে,
ছোকরারা সব তারে নিয়ে হাসপাতালে ছুটে ।
বোনের আদুরে বাইনা দেখে,
দাদা গলার চেন আনল ঘরে ।
এসবই কি ভালোবাসা না আবেগপূর্ণ প্রেম ,
আত্মার শান্তি মিলে সবই বিধাতার গেম ।।

পাড়ার মড়লরা কেন করে হায় !
কি এমন তারা ফেলেছে শুনে ,
মাস্টারের সেই ছোট্ট মেয়ে ,
হয়েছে সে এখন এত বড়ো
পড়েছে নাকি স্যানালদের ছোকরার প্রেমে ।
মড়লদের আড্ডায় পড়েছে মাস্টারের ছায়া,
এক মড়ল শুনাই তাহার কন্যার প্রেমের কথা ।
মাস্টারের উত্তর শুনে সকলেই নির্বাক,
কহে "এই বয়সটা যে তাদের প্রেম করার-
বয়স কি আছে তোমার আর আমার "।
দোলুই পাড়ার দুই ছেলে মেয়ে,
দুই বাড়ির কেউ রাজি নয় বলে ,
নিজেদের ভালবাসার টানে ,
কাটা হয়েছে এক্সপ্রেস ট্রেনে ।
মা কাঁদে বাবা তুই গেলি চলে ,
কত জায়গায় কত মানত করে পেয়েছিলাম তোরে ।
লীলা মাসি পাগলী হয়ে
কহিতে রহে আমার স্বামী যাবে আমারে লয়ে ।
নীলুদার প্রেম গেছে ব্যর্থ ,
সেই সময় তার ছিল না অর্থ ।
হৃদয় নাকি এখনও ভালোবাসে তারে,
বিয়াল্লিশের নীলুদা তাকে নিয়ে দিব্যি স্বপ্নে সংসার করে ।
আসলে এসবই কি ভালোবাসা না আবেগপূর্ণ প্রেম ,
ইহাতেই কি আত্মার শান্তি মিলে না এসবই হল বিধাতার গেম ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কিছু বাস্তব জীবনের ঘটনা ও কিছু মনের কল্পনা

২৮ মে - ২০১৯ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪