মিলনের তৃপ্তি

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

জাকির মোল্লা
  • ৯২৪
সৃষ্টিকর্তার এমনই এক সৃষ্টি ,
বিনা মেঘে মানবদেহে দিয়েছে বৃষ্টি ।
দুইটি মন সাজে এ কোন লাজে,
কিসের তৃপ্তি মেটে ক্ষুধার্ত হৃদয়দ্বয়ের মাঝে ।
মিলনের সাধের গুরুত্ব জীবনে কতখানি ,
দূর করেছে দিনের ক্লান্তি ও মনের দুঃখ গ্লানি।
সুখ শান্তি, সংসার, মনে বাঁচিবার ইচ্ছা সাজে,
এসব নাকি সবই আছে সাথীর মনের মাঝে ।
বয়সের সাথে সাথে শরীর যতই বাড়ে,
যৌবনের বিষ ততই অঙ্গ প্রত্যঙ্গে ঘোরে ।
মিলন জীবনের তরে বরদান না অভিশাপ,
যাহার তরে যৌবনে রটে যায় কত ইতিহাস ।
কিসের আশায় নারী রঙিন রূপে সাজে ,
কিসের জ্বালায় নর, নারীর পিছু ধাওয়া করে ।

কত রাত কেটে যায় সুন্দর ঘুমের মাঝে ,
সমাজে মিলনের তরে কত রং সাজে।
সভ্য মানুষ সমাজ কহে তারে,
যারা মিলনের তৃপ্তি খোঁজে আপন ঘরে ।
অসভ্য মানুষ সমাজ কহে তারে,
যারা দেহের মিলন দ্বারা আপন জীবিকা করে ।
কে সভ্য, কে অসভ্য বলতে মোর মানা ।
কোন পরিস্থিতির মোকাবেলায় পৌঁছেছে ঐ দ্বারে,
তাহা একমাত্র আছে সৃষ্টিকর্তার জানা ।
কেহ পেয়েছে মনের সাথী,
সাথী রে দেখে বদনে ফুটেছে হাসি ।
বিস্তারে খেলা করে শশীকিরণ,
সার্থক জীবনে হয় আত্মার মিলন।
কাহারো পাশে এমন এক সাথী,
দেখলে বদনে ছায়ে নিরবতার বাতি ।
আত্মা নিরবে দাড়িয়ে একা করে ক্রন্দন,
বিস্তারে উত্তেজনায় হয় দুই দেহের মিলন।
সভ্য সমাজের মানুষ হতে বিসর্জন দিয়ে আপন সুখ,
গড়তে হবে সভ্য সমাজ যদিও খালি রহে আত্মার ভুক ।
আজ হয় নাই তো হবে কাল,
দেখতে দেখতেই কেটে গেছে বহুকাল।
গড়েছি সংসার এক বীজের হয়েছে অঙ্কুরণ,
তার লালন পালনে ভুলেছি মোর আত্মার মিলন।
এ যে ভাগ্যের পরিহাস,
নাই রে মনের মানুষের সাথে মিলন ।
সন্তানে কি করে দিব ঠাঁই সভ্য সমাজে,
কিভাবে বানবে এক সভ্য ইনসান ।
দুনিয়ার কত নরনারী, এই মূহুর্তে করে হুড়াহুড়ি ।
গভীর নিঃশ্বাসে আপন তৃপ্তিতে করিতেছে মিলন,
হয় যে সুখ সাগরে দুই হৃদয়ের আলাপন ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Asraful Islam সভ্য মানুষ সমাজ কহে তারে, যারা মিলনের তৃপ্তি খোঁজে আপন ঘরে । অসভ্য মানুষ সমাজ কহে তারে, যারা দেহের মিলন দ্বারা আপন জীবিকা করে । কে সভ্য, কে অসভ্য বলতে মোর মানা । দারুণ অনেক শুভ কামনা
মোঃ নুরেআলম সিদ্দিকী সৃষ্টিকর্তার এমনই এক সৃষ্টি , বিনা মেঘে মানবদেহে দিয়েছে বৃষ্টি । দুইটি মন সাজে এ কোন লাজে, কিসের তৃপ্তি মেটে ক্ষুধার্ত হৃদয়দ্বয়ের মাঝে। অনেক শুভ কামনা কবি।।
নাজমুল হুসাইন ভালো লিখেছেন।শুভকামনা রইলো।
মাসুম পান্থ সমাজে মিলনের তরে কত রং সাজে । দারুণ
রুহুল আমীন রাজু সুন্দর কবিতা। শুভেচ্ছা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাস্তব জীবনের কথা বলা হয়েছে ।

২৮ মে - ২০১৯ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪