বৃষ্টি ভেজা অপরাহ্ণ

বৃষ্টি ভেজা (জুলাই ২০১৯)

জাকির মোল্লা
  • ৯৫
সেদিন দেখিনু , অঝোর বৃষ্টির ফোঁটা ।
আসমানের দিকে তাকাই ,
তার কোন দেখা নাই ,
চারিদিকে ঘিরেছে মেঘের ঘনছটা ।
পাশ ফিরি, শীতল পরাহ্ণে আবার ঘুমের মাঝে ঘুরি।
কখন যেন এক নরম হৃদয়স্পর্শ হাত,
শিহরিত করে মোর হৃদয়ে ,
কহিল, ওঠো আর কত ঘুম দেবে
এখন হয়েছে বিকেল পাঁচটা ।
শোনো, ঘরে এখন কেউ নাই
মা গিয়াছে বড়দির বাড়ি ,
আজ আর আসিবে নাই।
মন যে আমার চাই, বৃষ্টিতে ভিজতে আঙিনায়
আমি যাই, তুমি থাকো শয়নে বিছানায় ।
শোনো শোনো, আমি কইতে থাকি
কোনো কথা না শুনে দাঁড়াও তুমি বাড়ির আঙিনায়।
বন্ধ আঁখি, চাহিয়া বৃষ্টির দিকে তোমার মুখখানি।
বৃষ্টির ফোঁটা মুসলধারে অবিরত করিছে তোমারে চুম্বন ,
গাল বেয়ে বৃষ্টির পানি ভিজিয়ে দিয়েছে তোমার দেহখানি ।
আঁচল নুইয়ে পড়েছে মাটিতে নেই কোনো তোমার হুশ ।
ইচ্ছা নাই তবুও মন চাই,অন্তরে কে যেন করে ফিসফিস ।
কিছু না ভেবে নেমেছি বৃষ্টি রে, কেহ নাই তুমি আর আমি একা ।
সম্মুখে দাড়িয়ে যখন তোমার বদন ঢেকেছে মোর শির ছায়া ।
খুলেছিলে তোমার বন্ধ আঁখি, বলেছিলে আসতেই হল মেটাতে হৃদয়ের জ্বালা ।
কতই না মিলন ঘটেছে ,স্মৃতিতে না ধরা পড়েছে
ধরা দিয়েছে সেই মিলন বৃষ্টির ফোঁটার মাঝে মোর মনের স্মৃতি কোঠরে ।
কতবার চেয়েছি, না মোরা পেয়েছি পুনর্বার সে মিলন।
কখন খোদা রাজি হয় তো ঘর রাজি নয়,
আবার যখন ঘর রাজি হয় তো খোদা রাজি নয়।
অঝোরে বৃষ্টি কাঁদে, বাড়ির আঙিনা ভাসে ।
আজ তুমি আর নেই , আমি যে বড্ড একা ।
সেদিনের বৃষ্টির জল এনেছে মোর নয়নে অশ্রুধারা ,
মেঘের গর্জনে শুনতে পাই, তুমি কহো মোরে কাঁদতে মানা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একটি বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা স্বামী স্ত্রীর ভালোবাসা আর স্মৃতির কথা তুলে ধরেছি ।

২৮ মে - ২০১৯ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪