১৪ ডিসেম্বর রাত

একটি কালো রাত (মার্চ ২০২১)

Md. Abdul Ahad Khan
  • 0
  • ৮৯
সেদিন সন্ধ্যায়, পার্কে, ডুবো সূর্য লগ্নে
দেখি এক ছোট্ট শিশু বসে আছে বিষণ্ন মনে।

পুছি আমি তাকে কেন তুমি এখানে
বসে আছো এভাবে ?
"দেখেছো কোথাও আমার বাবাকে ?"
বলিল প্রশ্নের জবাবে ।

আমি বলিলাম তোমার বাবাকি
হারিয়ে গেছে কোথাও ?
বলে সে তো হারিয়েছে সেই কবে!
বলিলাম, তাহলে বলো সে কথা
হারালো সে কিভাবে?

১৪ ডিসেম্বর রাত গভীর, কিছু লোক
কোত্থেকে নিয়ে এলো ডাক
সঙ্গে যেতে হবে আমাদের আপনাকে
আর বাহানার নেই কোন ফোকর ফাঁক।

খাকি উর্দি পরনে আর মুখ
লাল হয়ে আছে হিংস্রতার আগে
যতই মানুষ সাজবার চেষ্টা করুক ওরা
তবুও পশুই লাগে।

কি কেনইবা এসেছো এখন এত গভীর রাতে ?
জবাব মিলল , আদেশ উপরের যেতে হবে সাথে।

সেই যে গেল জিপে করে নিয়ে
দিয়ে অজানা এক অজুহাত
তবে থেকে তো আর বাবার সাথে
হয়নি আমার বাত।

আসেনি বাবা ফিতরা আর কুরবানীর ও ঈদে
দেয়নি কিনে দেয়নি পাঞ্জাবিটাও বায়না মেটাতে।

জেনেছি পরে আমারই নয়
আরো কত সন্তানের পিতা
গিয়েছে যার যার বাড়ি থেকে সে রাতে
ফিরে নি আজও, ফিরবেও না কভু সেথা

আমার বাবার স্মৃতিতে
করেছো অনেক স্তম্ভ
ফুল দাও শুধু বিশেষ এক দিনে
শ্রদ্ধা নিবেদন করতে যাও সেখানে
এদেশের কৃতি সন্তান দের প্রতি
সবার এতটুকুই কর্তব্য ?

আমি তাকে বলি ছোট হলেও
তোমার কথা মোটেই নয় ফেলনা
এদেশের শহীদদের সম্মান মোটেও
নয় খেলা করবার খেলনা

শহীদ বুদ্ধিজীবীরা রত্ন বাংলা মায়ের গর্ভের
তাহার তরেই করেছে ত্যাগ প্রাণ নিজেদের।

জেনে রাখ তবে যদিও সম্মানে তাদের
পালন করি বিশেষ একটি দিন
তবুও তাদের প্ৰতি ভালোবাসা আর স্মৃতি
হৃদয় থেকে আজও হয়নি বিলীন

প্রাণ দিয়েও অমর তারা আছে,থাকবে হয়ে
কোটি বাঙালির বিশাল আর গভীর হৃদয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর সুন্দর হয়েছে। আমার পাতায় আমন্ত্রণ
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখার বিষয়টা অসাধারণ ছিল। তবে আপনাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। ছড়া লিখলে ছড়ার ভাব, কবিতা লিখলে কবিতার ভাব কিংবা গদ্য/পদ্য লিখলে তার ভাব তুলে ধরতে হবে। এগিয়ে যান। অনেক শুভ কামনা রইল।।
ফয়জুল মহী বেশ চমৎকার লিখেছেন
অশেষ ধন্যবাদ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

"১৪ ডিসেম্বর রাত"কবিতায়, এক ছোট্ট শিশুর বাবা হারানোর দুঃখ ফুটে উঠেছে। সন্তান পিতামাতার কাছে সর্বদা শিশু তুল্যই থাকে। আর পিতামাতার প্রতিও অধিকাংশ সন্তানের ভালোবাসা তেমনই থাকে যেমনটা শিশু কালে ছিল। তাই ১৪ ডিসেম্বর রাতে বাবা-মা হারানো অনেক সন্তানের বেদনাই শিশুর আবেগময়ী কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কবিতার বিষয়, একটি কালো রাত আর বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসে ১৪ ডিসেম্বরও একটি কালো রাত। তাই কবিতাটি উল্লেখযোগ্য বিষয়ের যথাযথ মান রক্ষা করে।

০৫ মার্চ - ২০১৯ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪