মানব জীবন নগ্ন, ছিলনা অশ্লীলতা! নগ্ন জীবন কাটিয়েছে প্রাচীন কালের জ্যাঠা।
আধুনিকতার ছোঁয়া কিনে দিয়েছে বাবা, পরিয়ে দিয়েছে মা, শিখেছি অর্ধ নগ্ন ঢাকা।
নগ্ন থেকে অর্ধ নগ্ন মানিয়েছে বেশ, হয়েছি আমি আকর্ষণীয় দেখেছে দেশ।
বকেছেন মা-বাবা, দেখেছেন সমাজ, শুনিনি কারো বারণ!
আবদার করেছি আমি, কিনে দিয়েছে খালু, চাচা, মামু ...
বডির সাথে ফিটিং করে বানিয়েছি পোশাক, দেখিয়েছি নিতম্ব, দুলিয়েছি কোমড়।
দেখেছে সমাজ, বলেছে কথা, শুনিনি কথা, হেলে দুলে চলেছি আমি আধুনিকতার তালে।
খাটো পোশাকের বাহারি ডিজাইনে আকর্ষণ করেছে অন্যের মনে,
হয়েছি আমি অশ্লীল, হয়েছি আজ ধর্ষিত কলঙ্কিনি নারী।
নগ্ন তো তুমিও ছিলে, তবে কেন হলে না’ তুমি ধর্ষিতা নারী?
রাস্তার পাশে ভিখারিনী, পরে আছে ছেঁড়া শাড়ী, তাই বলে কি সেও অশ্লীল নারী?
জীবনের তাগিদে পাইনি পাশে কারো হাত, নেমেছি রাস্তায়, দেখেছে দেহ, বানিয়েছে নরতুকি।
তাই বলে কি আমিও...?
তাহলে কোথায় ছিল তখন তোমার শালীনতার সমাজনীতি?