তোমার স্মৃতি নিয়ে

শিশু (সেপ্টেম্বর ২০১৯)

মোহাম্মদ তামিম হোসেন
  • ৪৩
তোমার স্মৃতি নিয়ে আছি আমি
কোথায় তুমি সেই কৈশোর?
তোমার স্মৃতি নিয়ে আছি আমি
তুমি আসবে বলে;
গেঁথেছি মালা রজনী গন্ধা ফুলে
কৈশোর পরাব তোমায়,
আমার শত স্বপ্নে গাঁথা তুমি;
তুমি'ই আমার সেই কৈশোর ৷
দিন রাত ভেবে তোমায়, খুঁজে অবসন্ন ৷
তুমি আসবে না?
আসবে'ই বা কেন?
আমি হারিয়ে'ছি তোমায়, শত পাপরি ভরা মুগ্ধতায়
তাই খুঁজি অন্তরালে গাঁথা স্মৃতির পাতায় ৷
জানি আসবে না !
আমি কৈশোর মুগ্ধ করেছি; গ্রীষ্মের জারুল, চামেলী ফুলে ৷
আমি কৈশোর মুগ্ধ করেছি; বর্ষার কদম ফুলে ৷
আমি কৈশোর মুগ্ধ করেছি; শরতের কাশফুলে ৷
আমি কৈশোর মুগ্ধ করেছি; হেমন্তের হাস্নাহেনা ফুলে ৷
আমি কৈশোর মুগ্ধ করেছি; শীতের মরসমি ফুলে ৷
আমি কৈশোর মুগ্ধ করেছি; বসন্তের শিমূল, কৃষ্ণচূড়া ফুলে ৷
আমি কৈশোর মুগ্ধ করেছি; শত পাখির বুলে ৷
আমি কৈশোর মুগ্ধ করেছি; গ্রাম বাংলার কোলে ৷
কখনও শীতল, কখনও রৌদে
ঝিলে, বিলে, মাঠে
পুড়েছি আমি কৈশোর; রৌদ, জল, বৃষ্টিতে ৷
আমি দগ্ধ হয়েছি অন্ন'র জন্য
কৈশোরে সুখ খুঁজে অবসন্ন ৷
আমি মুগ্ধ ছিলাম,
কৈশোর তোমার শত ব্যাথার ছোঁয়ায়
আজ মুগ্ধ খুঁজি, শত মুগ্ধতায়, মুগ্ধ নহে মন
মুগ্ধ ছিল হারায়ে যাওয়া কৈশোরের জীবন ৷
কোথায় হারিয়ে'ছি কোথায় খুঁজি?
নাই-পাই সন্দান ৷
তোমার স্মৃতি নিয়ে অবসন্ন,
সহিংস এ জীবন ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেক ভালো লাগলো। শুভ কামনা কবি।।
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৯
মোঃ নুরেআলম সিদ্দিকী যতই রজনীগন্ধা মালা গাঁথি না কেন সেদিন কি আর আসবে ফিরে
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৯
নাজমুল হুসাইন মোটামুটি ভালো লিখেছেন।তবে মুগ্ধ শব্দটি বারবার ব্যবহার কিছুটা বেখাপ্পা ঠেকেছে আমার কাছে।আমার ব্যক্তিগত অভিমত এই যে,আমি কৈশোর মুগ্ধ করেছি,লাইনটি আমি হলে এভাবে লিখতাম কৈশোরে আমি মুগ্ধ হয়েছি। অবশ্য আপনার লিখনির প্রতি শতভাগ সম্মান জানাই।ভালো চেষ্টার জন্য ভোট রইলো।আমার পাতায় আসবেন সময় পেলে।ধন্যবাদ।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৯
ধন্যবাদ আপনার মূল্যবান মতা-মতের জন্য।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৯

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবনে মূল্যবান কিছু সময় আমরা হাড়িয়ে ফেলি অবহেলার মাঝে আর সে সময় গুলো পরে খুঁজলেও পাওয়া যায় না। সে সময়ের অনেক স্মৃতি নিয়ে বসে থাকি অপেক্ষায়, কিন্তু শত অপেক্ষার পরে সে সময়গুলো আর ফিরে আসেনা ।

১৭ জানুয়ারী - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪