অস্তিত্বটা প্রশ্নবিদ্ধ হয় অদৃশ্যে

অসহায়ত্ব (মে ২০২০)

Md.Ashaduzzaman Chowdhury
  • ৫০

পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়ানোর এক ব্যর্থ স্বপ্ন চোখে
রাতের পর রাত রক্তচক্ষু হয়ে পেরিয়ে যায়
তবুও মনের তৃষ্ণা বিশ্বে কোন জলেই মেটে না,
অহায়ত্ব গ্রাস করে গুটিয়ে ফেলে অন্তরকে
তবুও বেঁচে থাকার স্বপ্নাসাক্ত সীমাকেই খোঁজে,
মহাবিশ্বের জ্বলন্ত তারকারাজি অহংবোধ শিখিয়েছে
এই চোখ অহংবোধ না দেখলেও জ্বলন্ত আলোর-
ক্রিয়া প্রতিক্রিয়াই অনুতপ্ত হয়েই শিখেছে,
চারপাশটা উপেক্ষা করে চলে যায়,
কেউ হাত বাড়ায় না,কেউ স্বীকারোক্তি চায় না,
মানুষ তো সম্পূর্ণ একা,একার একাকীত্বে শহীদ হয়
দিনের পর দিন,রাতের পর রাত,
তবুও অসহায়ত্বকে অতীতের মত পেছনে রেখে আসে,
এতে কী কোন লাভ হয়?
প্রেমিকার বাক্যকে ধর্মের চেয়েও শক্তিশালী লাগে,
প্রেমিক এর ব্যস্ততাকে পতিতালয়ের সম্ভোগে রূপান্তর করে,
দিনের সাথে মানুষের অসহায়ত্ব এভাবেই হয়,
রাতের সাথে মানুষের অসহায়ত্ববোধের বিকাশ এভাবেই হয়,
আজকাল পৃথিবী একা থাকার নিঃশ্বাস দেয় প্রশ্বাসে
আর আমি মানব প্রশ্বাসে গ্রহণ করি অভিশাপ
আর নিঃশ্বাসে ত্যাগ করি পৃথিবীর মায়া।
মা,বাবা,ভাই,বোন সবই জীবন্ত সত্ত্বার মৃতরূপ,
আমি,আমার প্রেম,আমার ভালোবাসাও
অসহায় এ আত্মার মৃত রুপের অভাবী।
আজকাল মহাবিশ্ব বেশ ফাঁকা লাগে,
এক অসীম পথের সসীম যাত্রায়
সূর্যের অভ্যাসে বড় হচ্ছি,
চাঁদের অভ্যাসে উৎসব পাচ্ছি,
নিঃস্তব্দতা নেই,চারপাশে আওয়াজের ঘনঘটা
আজ আমাকে অসহায় করেছে
শব্দহীন পথে যাওয়ায় বাধ্য করতে তাই পৃথিবীর ব্যধি।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী মনোমুগ্ধকর লিখনী, ভালো লাগলো। সবাইকে নিয়ে এই মহামারীতে সাবধানে থাকবেন ও ভালো থাকবেন। শুভকামনা প্রিয়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবনে চলার পথে বিশ্বাসের রাস্তা ভারী হতে থাকে,বাড়তে থাকে মনে হাজারো প্রশ্ন আর কিছু সম্যক নিয়মের বেড়াজাল।বেঁচে থাকার প্রতিটা সময়কে উপভোগের চিহ্ন পাওয়া খুবই কঠিন মধ্যবিত্তের মাঝে।মনের মাঝে হাজারো কষ্ট হাতছানি দেয়।প্রেমের সম্পর্ক গুলো ভুল বুঝে জীবনের যে সকাল ও রাত এই চক্রকে কেমন জানি সম্পূর্ণ প্রাণহীন,রসহীন করে দেয়।তখন কাজের চাপ,মনের কথার বিষাদ রূপ,মা বাবা ভাই বোনের অদৃশ্যে গমন,পৃথিবীর ব্যধি ইত্যাদি সব মিলিয়ে যেন অসহায়ের চাদরে জড়িয়ে নেয়। মস্তিষ্কের নিউরণ গুলো সম্পূর্ণ অসহায় হয়ে যায় এই পৃথিবীর সাতশ কোটির মানব থাকা সত্ত্বেও।
তারপরও দিনের পর রাত আসে বয়স বাড়ে,চলতে থাকে প্রতিদিনের অসহায়ত্বের গভীরতা।

২৮ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪